Advertisement
বেনারসি শাড়ি থেকে বালেশ্বরী পাথরের তৈরি বড়মার মূর্তি! লেন্সবন্দি অভিষেকের মাতৃ আরাধনা
দুর্গাপুজোর পর আলোর উৎসবের মধ্যেও জনসংযোগে তৃণমূল সেনাপতি।
দুর্গাপুজোর পর আলোর উৎসবের মধ্যেও জনসংযোগে তৃণমূল সেনাপতি। কালীপুজোর পরের দিন আজ মঙ্গলবার, দ্বিতীয়বার নৈহাটির বড়মাকে পূজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন নৈহাটি বড় কালী পূজার সমিতির তরফেও তাঁর হাতে তুলে দেওয়া হল বালেশ্বরী পাথরের ছোট বড়মা'র মূর্তি।
ঘড়ির কাঁটায় বেলা প্রায় সাড়ে তিনটে, গাড়ি থেকে নেমে অভিষেক সোজা চলে যান অরবিন্দ রোডে ১০২ বর্ষের দীর্ঘদেহি বড়মার পুজো দিতে। বড়মার প্রতিমার সামনে একেবারে মাটিতে বসে বৈদিক মন্ত্রে পুজো এবং পুষ্পাঞ্জলি দেন অভিষেক। এরপর প্রদীপ দেখিয়ে আরতি সারেন। এরপর অভিষেক যান বড়মার মন্দিরে।
সঙ্গে ছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বিধায়ক নির্মল ঘোষ, সনৎ দে, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, মঞ্জু বসু, রফিকুর রহমান সহ বড় কালী পূজার সমিতির সদস্যরা।
মন্দিরে প্রতিষ্ঠিত কষ্টিপাথরের বড়মাকে তুঁতে রংয়ের বেনারসি দিয়ে বিশেষ পূজায় অংশ নেন অভিষেক। নিজের নাম গোত্র বলে অঞ্জলি দেন তিনি।
পুজো শেষে বড়মার মন্দিরের দোতলার অফিসেও যান ডায়মন্ড হারবারের সাংসদ। তখনই মন্দির কমিটির তরফে শিল্পী শুভেন্দু সরকারের নির্মিত বালেশ্বরী কালো পাথরের উচ্চতা সাড়ে পাঁচ ইঞ্চি, চওড়া পাঁচ ইঞ্চি বড়মার মূর্তি-সহ বড়মার একটি বাঁধানো বড় ফটো তুলে দেওয়া হয়েছে অভিষেকের হাতে।
মন্দির থেকে বেরিয়ে এদিন কোনও মন্তব্য করতে না চাইলেও জনসংযোগে কোনও খামতি রাখেননি তৃণমূলের সেনাপতি। দু'পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে আবার কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে স্নেহের স্পর্শ করতে দেখা গিয়েছে অভিষেককে।
Published By: Kousik SinhaPosted: 07:14 PM Oct 21, 2025Updated: 07:44 PM Oct 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
