Advertisement
ইন্ডাস্ট্রিতেও বন্ধু হয়, ফ্রেন্ডশিপ ডে উদযাপনে অদ্রিজা-দেবচন্দ্রিমা, দেখে নিন ছবি
অদ্রিজা-দেবচন্দ্রিমার বন্ধুত্ব উদযাপনের নানা মুহূর্ত।
কথায় বলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না। কিন্তু এ কথা যে একেবারে ভুল তা প্রমাণ করে দিয়েছেন বাংলা বিনোদুনিয়ার দুই অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায় ও অদ্রিজা রায়।
প্রায় ন'বছরের বন্ধুত্ব তাঁদের দু'জনের। সদ্য দুই বান্ধবী ঘুরে এসেছেন একসঙ্গে থাইল্যান্ড। সেখানে তাঁদের নানা খুনসুটির মুহূর্ত ধরা পড়েছে।
এইমুহূর্তে অদ্রিজা মুম্বইতে ব্যস্ত তাঁর হিন্দি ধারাবাহিকের শুটিংয়ে। তবে দেবচন্দ্রিমাও বর্তমানে মুম্বই ও কলকাতা চুটিয়ে কাজ করছেন।
Published By: Arani BhattacharyaPosted: 05:25 PM Aug 03, 2025Updated: 05:25 PM Aug 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
