Advertisement
দ্বিতীয় টেস্টে দলে ঢুকছেন আকাশ দীপ-কুলদীপ! যশস্বীর ফিল্ডিং দুরবস্থা কাটাতে কী পরিকল্পনা?
এজবাস্টন টেস্টে বুমরাহর না খেলার সম্ভাবনাই বেশি।
২ জুলাই থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। হেডিংলিতে প্রথম টেস্টে হারের পর এজবাস্টনে কামব্যাকে মরিয়া শুভমান গিলের দল। সেখানে একাধিক বদল আসতে পারে ভারতের প্রথম একাদশে। ছবি: দেবাশিস সেন
দ্বিতীয় টেস্টে বুমরাহর না খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বিকল্প হবেন কে? অনুশীলন দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে বুমরাহর জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা বাংলার পেসার আকাশ দীপের। এজবাস্টনের নেটে চেনা ছন্দে দেখা গেল আকাশ দীপকে। আরেকটা সুবিধা হচ্ছে, দুদিকেই বল ঘোরাতে পারেন তিনি। ছবি: দেবাশিস সেন
প্রথম একাদশে আসার সম্ভাবনা কুলদীপ যাদবেরও। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এখানকার পিচ স্পিনারদের সাহায্য করবে। ফলে কুলদীপের মতো বিশ্বের অন্যতম সেরা স্পিনারকে খেলালে ভারত সুবিধা পেতে পারে বলে তাঁদের অভিমত। একই মত প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের। ছবি: দেবাশিস সেন
সমস্যা হচ্ছে, প্রথম টেস্টে ভারতকে ভুগিয়েছে ফিল্ডিংও। একাই চারটি ক্যাচ মিস করেছেন যশস্বী জয়সওয়াল। জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্টের স্লিপ কর্ডনে থাকবেন না যশস্বী। ছবি: দেবাশিস সেন
অনুমান, এজবাস্টনের পিচে বাউন্স ও পেস দুটোই থাকবে। বিশেষ করে প্রথম দুদিন সিম মুভমেন্টের জন্য ব্যাটাররা বিপাকে পরতে পারেন। তার উপর মেঘলা আকাশ থাকলে তো বোলারদের জন্য সোনায় সোহাগা। ছবি: দেবাশিস সেন
Published By: Arpan DasPosted: 05:15 PM Jun 30, 2025Updated: 06:54 PM Jun 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
