Advertisement
হলুদ ট্যাক্সি আর 'রকি-রানি'র প্রেম, ছবির প্রচারে কলকাতায় এসে মন কাড়লেন রণবীর-আলিয়া
২৮ জুলাই মুক্তি পাবে এই ছবি।
মুক্তি পেল করণ জোহরের নতুন ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির নতুন গান ঢিনডোরা বাজে। কলকাতায় এই গান প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর সিং, আলিয়া ভাট, টোটা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়।
প্রথমবার বাঙালি চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। কলকাতার এই অনুষ্ঠানে এসে বাংলাতেই কথা শুরু করলেন আলিয়া।
অভিনেতা অঙ্কুশ হাজরা এবং গায়ক নচিকেতাকেও সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রীর হাত থেকে এই বিশেষ পুরস্কার পেয়ে আপ্লুত প্রত্যেকেই।
Published By: Akash MisraPosted: 09:42 PM Jul 24, 2023Updated: 09:42 PM Jul 24, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
