Advertisement
'তামাটে রঙেই আমি সেক্সি', নিন্দুকদের কাঁচকলা অনন্যার
আত্মবিশ্বাসে ভর করেই সেজে উঠলেন চাঙ্কিকন্যা।
সদ্য মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সমুদ্রপাড়ে ছুটি কাটিয়ে এসে স্বাভাবিকভাবেই ট্যান পড়েছে অভিনেত্রীর চেহারায়।
তবে গায়ের রঙ পালটে গেলেও তা নিয়ে বিন্দুমাত্র মনখারাপ নেই অনন্যার। আত্মবিশ্বাসের সঙ্গে ট্যানড চেহারাতেই মনের মতো সেজে চলে গিয়েছিলেন আরিয়ান খানের 'ব্যাডস অফ বলিউড' সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে।
তবে অনন্যা যতই আত্মবিশ্বাসের সঙ্গে অইদিন স্পেশাল স্ক্রিনিংয়ে গেলেও, তাঁর চেহারার তামাটে রঙ দেখে সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।
অনেকেই তাঁর মেকআপ সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকেই তাঁর ট্যানড চেহারা নিয়ে। তবে সেইসবের পালটা উত্তরও অনন্যা দিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গেই।
এদিন ওয়ান শোল্ডার, শিমারি সিলভার স্লিট কাট ড্রেসে নজর কাড়েন অনন্যা। শোনা যাচ্ছে অভিনেত্রীর এই পোশাকের মূল্য নাকি প্রায় আশি হাজার টাকা।
এদিন এই সাজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অনন্যা। সেখানে নানা মন্তব্য ধেয়ে এলে পরবর্তীতে অনন্যা তাঁর পোস্টে লেখেন 'তামাটে রঙেই আমি সুন্দরী'।
Published By: Arani BhattacharyaPosted: 03:07 PM Sep 20, 2025Updated: 11:41 AM Sep 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
