Advertisement
বিদেশি গাড়ির চেয়েও পশুর দাম বেশি! পুষ্কর মেলায় 'মেগাস্টার' মহিষ, 'সুপারস্টার ঘোড়া দেখতে ভিড়
কার্তিক পূর্ণিমার আগে সাত দিন ধরে চলে পৃথিবী বিখ্যাত পশুমেলা।
বিশ্বের সবচেয়ে বড় পশুমেলা হয় রাজস্থানের পুষ্করে। বর্ণময় মেলা দেখার জন্য দেশি-বিদেশি পর্যটক ভিড় জমান। কার্তিক পূর্ণিমার আগে সাত দিন ধরে চলে মেলা। শেষ হয় পূর্ণিমার দিন। এই মেলায় হাজার হাজার পশু কেনাবেচা হয়। উট, ঘোড়া, গরু, মহিষ- সব মিলিয়ে গোটা মেলাপ্রাঙ্গণ এক প্রাণবন্ত গ্রামীণ উৎসবে পরিণত হয়। এবারে মেলায় নজর কেড়েছে এমন কিছু প্রাণী, যাদের দাম শুনে চক্ষু চড়কগাছ হবে। কত দাম?
এবারের মেলার অন্যতম আকর্ষণ 'শাহবাজ'। চণ্ডীগড়ের ঘোড়া। দাম উঠেছে ১৫ কোটি টাকা। ঘোড়ার বয়স আড়াই বছর। মালিক গ্যারি গিল জানাচ্ছেন, শাহবাজ বহু প্রতিযোগিতা জিতেছে। তার প্রজনন ফি মাত্র ২ লক্ষ টাকা। এই ঘোড়ার জন্য ইতিমধ্যেই ৯ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন তিনি। 'তারকা' শাহবাজকে এক ঝলক দেখতে ভিড় জমাচ্ছে দর্শকরা।
এবার পুষ্কর মেলার অন্যতম আকর্ষণ 'শাহবাজ'। চণ্ডীগড়ের ঘোড়া। দাম উঠেছে ১৫ কোটি টাকা। ঘোড়ার বয়স আড়াই বছর। ঘোড়ার মালিক গ্যারি গিল জানাচ্ছেন, শাহবাজ বহু প্রতিযোগিতা জিতেছে। তার প্রজনন ফি মাত্র ২ লক্ষ টাকা। এই ঘোড়ার জন্য ইতিমধ্যেই ৯ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন তিনি। 'তারকা' শাহবাজকে এক ঝলক দেখতে ভিড় জমাচ্ছে দর্শকরা।
'শাহবাজ' মেগাস্টার হলে 'বাদল' সুপারস্টার। কে 'বাদল'? আরও এক বহুমূল্য ঘোড়া সে। তার দাম উঠেছে ১১ কোটি টাকা। মালিক জানাচ্ছেন, আজ অবধি ২৮৫টি অশ্ব শিশুর জন্ম দিয়েছে এই ঘোড়া। তবে কিনা মূল্য ধরা হলেও বাদলকে বিক্রি করবেন না মালিক। শুধুমাত্র প্রদর্শনের জন্যই এই নিয়ে তৃতীয়বার মেলায় এসেছে বাদল।
Published By: Kishore GhoshPosted: 08:04 PM Oct 28, 2025Updated: 08:12 PM Oct 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
