Advertisement
পুজোর আগেই বাজারে বহু প্রতীক্ষিত আইফোন ১৭! প্রিবুকিং করবেন? জেনে নিন দাম কত
শুধু আইফোন ১৭ নয়, একগুচ্ছ গ্যাজেট লঞ্চ করতে চলেছে অ্যাপল।
পুজোর আগেই হাতে উঠবে আইফোন ১৭! সবকিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের ইভেন্টে নয়া এই স্মার্টফোন সংস্থা প্রকাশ্যে আনতে পারে। একই সঙ্গে অ্যাপল ওয়াচের নতুন মডেল লঞ্চ হতে পারে বলেও মনে করা হচ্ছে।
এখানেই শেষ নয়, ওই ইভেন্টে বহু প্রতীক্ষিত এয়ারপড প্রো ৩ লঞ্চ করতে পারে অ্যাপল। আর তা যদি হয়, তাহলে উৎসবের মরশুমে আইফোনপ্রেমীদের হাতে উঠবে একগুচ্ছ নতুন গ্যাজেট। ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটারে এই অ্যাপল ইভেন্ট হওয়ার কথা আছে।
আইফোন ১৭-র একাধিক সিরিজ প্রকাশ্যে আনতে পারে সংস্থা। শোনা যাচ্ছে, আগামী ৯ সেপ্টেম্বর ইভেন্টে সংস্থা আইফোন ১৭ এর পাশাপাশি আইফোন ১৭ প্রো, আইফোন প্রো ম্যাক্স, আইফোন ১৭ এয়ার নিয়ে আসতে পারে। আইফোন ১৭ এয়ার নিয়ে গ্যাজেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর কৌতূহল। এটি সংস্থার অ্যাপলের সবথেকে পাতলা ফোন হতে চলেছে। হতে চলেছে মাত্র ৫ থেকে ৬ এমএম। ফোনটির ডিসপ্লে হবে ৬.৫-ইঞ্চির। তবে দীর্ঘক্ষণ যাতে কথা বলা যায়, সেজন্য দেওয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি।
অ্যাপলের ১৭ সিরিজের ফোনে সংস্থার তরফে একাধিক ফিচার যোগ করা হয়েছে। যোগ করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পাশাপাশি ডিজাইনেও থাকবে নতুনত্ব। হবে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। এখানেই শেষ নয়, আইফোন ১৭ সিরিজের মডেলগুলির ফোনগুলিতে ক্যামেরাতেও থাকবে আধুনিকতার ছোঁয়া। থাকতে পারে পেরিস্কোপ টেলিফটো সেন্সর। শোনা যাচ্ছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে নয়া এই স্মার্টফোনগুলির প্রি-বুকিং শুরু হবে। হাতে পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের পর থেকে।
তবে দাম মধ্যবিত্তের আয়ত্তের বাইরেই! ভারতে আইফোন ১৭ এর দাম পড়তে পারে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। তবে সিরিজ অনুযায়ী দামের পরিবর্তন হতে পারে। এই বিষয়ে এখনও পর্যন্ত অ্যাপলের তরফে কিছু জানানো হয়নি।
অন্যদিকে আগামী ৯ তারিখের অ্যাপল ইভেন্টে বাজারে আসতে পারে বহু প্রতীক্ষিত আরও একটি গ্যাজেট অ্যাপল ওয়াচ আলট্রা থ্রি। এই স্মার্ট ওয়াচে ফাইভ জি সাপোর্টের সুবিধা আছে।
পাশাপাশি স্যাটেলাইট টেক্সটিং সহ একগুচ্ছ আধুনিক প্রযুক্তি এবং ফিচার যোগ করা হয়েছে। একই সঙ্গে বাজারে আসতে পারে অ্যাপল ওয়াচ সিরিজ ১১ এবং নতুন অ্যাপল ওয়াচ এসই।
Published By: Kousik SinhaPosted: 04:02 PM Aug 28, 2025Updated: 05:17 PM Aug 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
