Advertisement
আমাদের পূর্বপুরুষ এসেছে আফ্রিকা থেকেই! জানিয়ে দিল ৪৪ লক্ষ বছরের পুরনো গোড়ালির হাড়
১৯৯৪ সালে আবিষ্কৃত হলেও এতদিনে সিদ্ধান্তে এলেন গবেষকরা।
'নদী, তুমি কোথা হইতে আসিয়াছ?' এই প্রশ্নের মতোই মানুষ বরাবরই নিজের 'উৎস' খুঁজে এসেছে। সাম্প্রতিক গবেষণা ইঙ্গিত দিচ্ছে আমাদের পূর্বপুরুষ এসেছে আফ্রিকা থেকেই। আর এই দাবির পিছনে 'যোগসূত্র' ৪৪ লক্ষ বছর পুরনো এক গোড়ালির হাড়! 'কমিউনিকেশনস বায়োলজি' নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্রটি।
১৯৯৪ সালে আবিষ্কৃত হলেও প্রাগৈতিহাসিক যুগের ওই হাড় নিয়ে বিতর্ক আজও অব্যাহত। বর্তমানে গবেষকরা ফের খতিয়ে দেখেছেন ওই হাড়। আর তাতেই ধরা পড়েছে এই সময়ের আফ্রিকান বানরের সঙ্গে মিল।
যা থেকে বিজ্ঞানীরা নিশ্চিত, ওই পায়ের হাড়ের মালিক উঁচুতে চড়তেও যেমন দক্ষ ছিল, তেমনই চার পায়েও দ্রুত হাঁটতে পারত। এছাড়া বোঝা যাচ্ছে, দু'পেয়ে মানুষের মতো হাঁটতেও সক্ষম ছিল তারা।
জানা যাচ্ছে, ওই আদিম মানব ইথিওপিয়ায় থাকত। গবেষক থমাস প্রাং বলছেন, ''চমকপ্রদ বিষয় হল আর্ডি (ওই নামেই ডাকা হয় তাকে) সোজা পায়ে হাঁটতে পারত। অথচ তার মধ্যে বানরের বৈশিষ্ট্য ছিল।''
সেই সঙ্গেই তাঁর ব্যাখ্যা, ''বিশ্লেষণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, জীবিত আফ্রিকান বানর যেমন শিম্পাঞ্জি এবং গরিলা- মানুষের উত্থানের পর্যায়গুলির পরিবর্তে বিবর্তনের মৃত প্রান্ত বা কাল-ডি-স্যাকের মতো।''
এই সাম্প্রতিক গবেষণা ইঙ্গিত করে যে, আমাদের এই পূর্বপুরুষ আসলে আফ্রিকান বানরের মতোই ছিল। এবং যদিও এর অর্থ এই নয় যে, মানুষ শিম্পাঞ্জি থেকে বিবর্তিত হয়েছে। এর অর্থ এই যে, আমাদের পূর্বপুরুষরা আগে যা ভাবা হয়েছিল তার চেয়ে বেশি শিম্পাঞ্জির মতো ছিল।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সেন্ট লুইস এই গবেষণার নেতৃত্বে ছিলেন। তিনি জানাচ্ছেন, আধুনিক বানর, হনুমান ও আদিম মানুষের ফসিলস খতিয়ে দেখেছে দলটি।
Published By: Biswadip DeyPosted: 04:36 PM Oct 22, 2025Updated: 04:36 PM Oct 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
