Advertisement
‘আরে হিরো…’, নেতৃত্ব বদলের পর প্রথম দেখা রোহিত-গিলের, কী করলেন বিরাট? দেখুন অ্যালবাম
১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ।
বুধবার অস্ট্রেলিয়া সফরে গেল ভারতীয় দল। হোটেলের লবিতে শুভমান গিলের সঙ্গে দেখা হয়ে গেল রোহিত শর্মার। তাঁরা একে অপরকে জড়িয়েও ধরলেন। বিসিসিআই সোশাল মিডিয়ায় এই মুহূর্তের ভিডিও শেয়ার করেছে। যা ইতিমধ্যেই ভাইরাল।
ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, রোহিতের কাঁধে হাত রাখলেন শুভমান। প্রাক্তন অধিনায়ককে বলতে শোনা যায়, "আরে হিরো, কেয়া হাল হ্যায় ভাই?" এরপরেই দু'জন একে অপরকে জড়িয়ে ধরেন।
এরপর গিলকে স্বাগত জানান বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় ওয়ানডে অধিনায়ক হিসাবে প্রথমবার দেখা যাবে শুভমানকে। তিনি নবনিযুক্ত সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের পাশে বসে ছিলেন।
মুখে চওড়া হাসি নিয়ে গিলের সঙ্গে হাত মেলালেন কোহলি। পরম স্নেহে গিলের পিঠে হাত বুলিয়ে দেন। এরপর গিল তাঁর ডেপুটি শ্রেয়সের সঙ্গে কিছুক্ষণ কথাও বললেন।
তবে একটা দুঃসংবাদও রয়েছে ভারতীয় শিবিরে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর দু'সপ্তাহ আগে চোটে কাবু শিবম দুবে। রনজি খেলতে মুম্বই দলের সঙ্গে শ্রীনগর গিয়েছিলেন তিনি। ঠান্ডার জন্য পেশি শক্ত হয়ে গিয়েছে তাঁর। অজিভূমে টি-টোয়েন্টি দলে রয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ ভারতীয় ক্রিকেটাররা রওনা হলেও হেডকোচ গৌতম গম্ভীররা পরে যাবেন। বহুদিন পর বাইশ গজে প্রত্যাবর্তন হচ্ছে রো-কো’র। যা নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে মহাতারকার ছড়াছড়ি। রোহিত-বিরাটরা তো ছিলেনই, পাশাপাশি নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ-সহ অনেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিলেন। সাপোর্ট স্টাফদের কয়েকজনও ছিলেন। প্রচুর ভক্তের সমাগম হয় বিমানবন্দরে।
Published By: Prasenjit DuttaPosted: 07:12 PM Oct 15, 2025Updated: 07:13 PM Oct 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
