Advertisement
বাদ আগের ম্যাচ ইতিহাস গড়া পেসার! পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় একাদশে একাধিক বদলের সম্ভাবনা
পাকিস্তানের বিরুদ্ধে পরীক্ষার মুখে পড়তে পারে লোয়ার মিডল অর্ডার।
রবিবার দুবাইয়ে এশিয়া সুপার ফোরের ম্যাচে ফের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। দুবাইয়ের গরম ও আর্দ্র পরিবেশে ফের স্পিনারদের ভরসায় নামতে চলেছে টিম ইন্ডিয়া। ওমান ম্যাচের প্রথম একাদশে অন্তত দুই বদলের সম্ভাবনা।
শুভমান গিল এশিয়া কাপে সেভাবে দাগ কাটতে পারেননি। তবে ভাইস ক্যাপ্টেনকে গুরুত্বপূর্ণ ম্যাচে বসাবে না ভারত। দুর্দান্ত ফর্মে থাকা অভিষেকের সঙ্গে ওপেন করবেন গিলই।
অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট করবেন চার নম্বরে। ওমানের বিরুদ্ধে ব্যাট হাতে না নামলেও গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত ইনিংস খেলেছেন সূর্য।
সঞ্জু স্যামসনের জায়গা নিয়ে এশিয়া কাপের আগে বহু কথা হচ্ছিল। কিন্তু ওমানের বিরুদ্ধে ভালো ইনিংস খেলে পাক মহারণে জায়গা পাকা করে ফেলেছেন তিনি।
এরপর ভারতের তিন অলরাউন্ডার পর পর নামবেন। এশিয়া কাপে এখনও সেভাবে পরীক্ষিত হয়নি ভারতের লোয়ার মিডল অর্ডার। রবিবার খানিকটা পরীক্ষার মুখে পড়তে হতে পারে শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেলকে।
এশিয়া কাপের শুরু থেকে দুজন জেনুইন স্পিনার নিয়ে খেলছে ভারত। ওমানের বিরুদ্ধে সেই ফর্মুলাতে না গেলেও পাকিস্তানের বিরুদ্ধে পুরনো ফর্মুলাতে ফিরতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে দলে ফিরবেন বরুণ চক্রবর্তী। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে কুলদীপ যাদব। বরুণের স্পিন সঙ্গী রবিবারও ভারতের এক্স ফ্যাক্টর হতে পারেন।
আগের ম্যাচে প্রথম ভারতীয় হিসাবে টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট শিকার করে ইতিহাস গড়েছেন অর্শদীপ সিং। তবে পাকিস্তানের বিরুদ্ধে সম্ভবত তাঁকে বেঞ্চেই বসতে হবে।
Published By: Subhajit MandalPosted: 10:21 AM Sep 21, 2025Updated: 10:09 PM Sep 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
