Advertisement
অনাথদের জন্য কাঁদছে মায়ের মন! শিশুদের ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান ব্যাডমিন্টন তারকার
নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জ্বালা গুট্টাকে।
নজিরবিহীন পদক্ষেপ জ্বালা গুট্টার। ভারতের এই ব্যাডমিন্টন তারকা একটি সরকারি হাসপাতালে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করেছেন।
চলতি বছর এপ্রিলে মা হয়েছেন তিনি। স্তন্যদুগ্ধ ডান করার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'মায়ের দুধ জীবন বাঁচায়। প্রি-ম্যাচিয়োর এবং অসুস্থ শিশুদের জন্য দুধ দান করলে জীবন বদলে যেতে পারে।'
তাছাড়াও তিনি অন্যদেরও স্তন্যদুগ্ধ দানের ব্যাপারে উৎসাহিত করে ব্যাডমিন্টন তারকা লেখেন, 'যাঁরা স্তন্যদুগ্ধ দানে সক্ষম, তাঁরাও কোনও না কোনও পরিবারের কাছে নায়ক হয়ে উঠতে পারেন।'
জ্বালা গুট্টার এই উদ্যোগের উদ্দেশ্য, মাতৃহীন শিশু-সহ হাসপাতালে ভর্তি প্রি-ম্যাচিয়োর বা অসুস্থ শিশুদের জন্য মাতৃদুগ্ধ দান করা।
জ্বালা আরও বলছেন, 'এ ব্যাপারে আরও জানুন। আমার এই বক্তব্য সোশাল মিডিয়ায় অন্যের সঙ্গে ভাগ করে নিন। মিল্ক ব্যাঙ্কগুলির পাশে দাঁড়ান। উল্লেখ্য, ভারতের এই ব্যাডমিন্টন তারকা গত চার মাস ধরে স্তন্যদুগ্ধ দান করছেন।
Published By: Prasenjit DuttaPosted: 04:59 PM Sep 15, 2025Updated: 05:08 PM Sep 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
