Advertisement
কলকাতা ছাড়িয়ে দিল্লিতে চড়িদার কারুকাজ, পুজোয় জমজমাট মুখোশ বাণিজ্য
পুরুলিয়ার চড়িদার শিল্পীদের এখন নাওয়া খাওয়ার সময় নেই।
ছৌ মুখোশ গ্রামের শিল্পকলায় সাজছে মহানগর থেকে রাজধানীর দুর্গামণ্ডপ। শুধু এক শিল্পীর বরাত নয়। একাধিক শিল্পী বরাত পেয়েছেন বাগুইআটি, জোকা, থেকে। সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের পৈলান, নদিয়ার চাকদা থেকে। নিউ দিল্লি থেকেও বরাত পেয়েছেন তাঁরা। বাংলার থিম আর্টিস্টরা তো বটেই। দিল্লির থিমশিল্পীরাও পুরুলিয়ার বাঘমুণ্ডির চড়িদার ছৌ মুখোশ শিল্পকলাকে দুর্গামণ্ডপের থিম করে তুলেছেন। তাই পুজোর মুখে লক্ষ্মীলাভে মুখের হাসি চওড়া হয়েছে অযোধ্যা পাহাড়তলির চড়িদার মুখোশ শিল্পীদের। তথ্য: সুমিত বিশ্বাস। ছবি: অমিতলাল সিং দেও।
জগদীশ সূত্রধর ও সোমু সূত্রধর। বাবা-ছেলে মিলে দিনরাত সেই আগস্ট মাসের গোড়া থেকে মাথা নুইয়ে একের পর এক মুখোশ তৈরি করে যাচ্ছেন। এবার তাঁরা প্রায় ৩ লক্ষ টাকার বরাত পেয়েছেন। ইতিমধ্যেই ১ লক্ষ টাকার বরাতের কাজ শেষ। নিউ দিল্লি পাঠিয়ে দিয়েছেন দুর্গা, গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, হনুমান, মহিষাসুর ও বাঘের মুখোশ। সবকটাই ছৌ মুখোশের আদলে। তথ্য: সুমিত বিশ্বাস। ছবি: অমিতলাল সিং দেও।
শিল্পী সোমু সূত্রধরের কথায়, "কয়েকদিন আগেই দিল্লিতে ১ লক্ষ টাকার মুখোশ পাঠিয়েছি। দিল্লির মণ্ডপ সেজে উঠবে আমাদের চড়িদার ছৌ মুখোশে। এছাড়া কলকাতা, শহরতলি ও নদিয়া মিলিয়ে আরও ২ লক্ষ টাকার কাজ রয়েছে।" তথ্য ও ছবি: সুমিত বিশ্বাস।
তবে সবচেয়ে বেশি মুখোশ যাচ্ছে জোকাতে। ৩৪টি পেল্লাই সাইজের দুর্গার মুখোশ। সঙ্গে নবদুর্গা। অকালবোধনের থিম ফুটিয়ে তোলার জন্য রাবণ, বিভীষণ, সুগ্রীব, কৃষ্ণ, ব্রহ্মা, বিষ্ণু, শিবের একটি করে মুখোশ। ৫০টি মুখোশ তৈরি করতে এখন দিনরাত ব্যস্ত বাবা-ছেলে। গণেশ পুজোর মিটলে এই মুখোশ নিয়ে যাবেন থিম আর্টিস্টিরা। জোকার আবাসনের পুজোয় ওই থিম শিল্পীর তত্ত্বাবধানে ওই পুজো কমিটি শিল্পী সোমু সূত্রধরকে স্টল দেওয়ার সুযোগ করে দিয়েছে। ফলে শুধু মণ্ডপ সাজিয়ে নয়। সেই মণ্ডপে মুখোশ বিক্রি করেও আয়ের সুযোগ পাচ্ছেন শিল্পীরা। তথ্য: সুমিত বিশ্বাস। ছবি: অমিতলাল সিং দেও।
চড়িদার মুখোশ বাণিজ্য এখন শুধু বাংলাতেই নয়। সমগ্র দেশ জুড়েই ছড়িয়ে গিয়েছে।" সিনেমা জগতেও ব্যবহৃত হচ্ছে এই মুখোশ। দক্ষিণী সিনেমাতেও যাচ্ছে এখানকার মুখোশ। জোকা ও পৈলানে কাজ করা থিম শিল্পী তথা কালীঘাটের বাসিন্দা দেবাশিস মাঝি বলেন, "আমরা পুরুলিয়ার বাঘমুণ্ডির চড়িদার ছৌ মুখোশের জন্য প্রচুর টাকার বরাত দিয়েছি। ওই গ্রামের শিল্পীদের হাতে তৈরি মুখোশ দিয়েই আমরা দুর্গার মণ্ডপ সাজাব।" তথ্য ও ছবি: সুমিত বিশ্বাস।
একই কথা বলছেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাসিন্দা মানস মণ্ডল। তাঁর কথায়, "মহালয়ার কয়েকদিন আগে আমরা ওই মুখোশ নিয়ে আসব। নদিয়ার চাকদহের মণ্ডপে আমরা ছৌ গ্রাম তুলে ধরছি।" তথ্য: সুমিত বিশ্বাস। ছবি: অমিতলাল সিং দেও।
মহিষাসুর, গণেশ, কার্তিক, দুর্গার মুখোশ কয়েকদিন আগেই কলকাতার বাগুইআটি পাঠিয়েছেন ফাল্গুনী সূত্রধর ও ত্রিগুণী সূত্রধর। তাঁদের কথায়, "২ লক্ষ টাকার বরাত ছিল। দুর্গার গোটা পরিবারের মুখোশ পৌঁছে দেওয়া হয়েছে।" এবার পুজোয় যাঁরা বেড়াতে যাবেন সেই পর্যটকদের বিপুল চাহিদা মেটাতেও একনাগাড়ে কাজ চলছে চড়িদায়। তথ্য: সুমিত বিশ্বাস। ছবি: অমিতলাল সিং দেও।
ব্রকোলি: ব্রকোলিতে থাকা উচ্চ ডায়েটারি ফাইবার এবং সালফোরাফেন উপাদান পেট পরিষ্কার রাখে। অদ্রবণীয় ফাইবার মলের ঘনত্ব বাড়ায়। সালফোরাফেন অন্ত্রের উপকারী অণুজীবকে রক্ষা করে। সামগ্রিক ভাবে পেটের স্বাস্থ্য ভালো রাখে।
তবে বাহারি নকশাতে সুইফটের আংটিটি অনন্য। এর প্রং সেটিং খুবই সূক্ষ্ম। যাতে তৈরি হয় আলোকছটার অপরূপ ঝলক। নেটিজেনরা বলছেন, গায়িকার ব্যক্তিত্বের সঙ্গে দারুণ মানিয়েছে আংটিটি।
Published By: Sayani SenPosted: 04:04 PM Aug 28, 2025Updated: 08:56 PM Aug 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
