Advertisement
সপ্তাহে ৩০০ পুরুষের সঙ্গে উদ্দাম যৌনতা! লক্ষ্য ছিল হাজার, এবার আরও বড় সিদ্ধান্ত পর্নস্টারের
কী বলছেন দুষ্টু ছবির নায়িকার অনুরাগীরা?
পর্নতারকা লিসা স্পার্কস নাকি একদিনে ৯১৯ জনের সঙ্গে সঙ্গম করেন। স্বাভাবিকভাবে এমন দুষ্টু কাজ করে রেকর্ড গড়েছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙার স্বপ্ন দেখতেন পর্নতারকা লিলি ফিলিপস। তিনি আবার ২৪ ঘণ্টায় হাজার পুরুষের সঙ্গে যৌনতার স্বপ্ন দেখতেন।
সেই আশায় ই-মেলের মাধ্যমে সঙ্গমকারীর খোঁজ করছিলেন। তবে একদিনে এক হাজার পুরুষের সঙ্গে শরীরী খেলা কি আর মুখের কথা! তাই তা সম্ভব হয়নি। সপ্তাহে সর্বোচ্চ ৩০০ জনের সঙ্গে যৌনতায় মেতে উঠেছিলেন।
যাতে লক্ষ্যমাত্রা ছুঁতে পারেন তার চেষ্টাও করেছিলেন যথেষ্ট। নাকি প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছিলেন। নীল ছবির সেই দুষ্টু নায়িকা এবার আরও বড় সিদ্ধান্ত নিলেন। আর তা নিয়েই নানামহলে শুরু হয়েছে জোর আলোচনা।
লিলি ফিলিপস সম্প্রতি জানান, তিনি নীলছবির দুনিয়া থেকে সরে আসছেন। এবার ভগবানের শরণে থাকতে চান। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আচমকা কেন উদ্দাম যৌনতা থেকে 'সন্ন্যাস' নিতে চাইছেন?
পর্নতারকা লিলির দাবি, "সম্প্রতি তাঁর জীবনে নাকি বড়সড় কাণ্ড ঘটে। আর সেদিনই বুঝতে পারেন ভগবানের সঙ্গে কথা বলার দরকার আছে। আমি কখনই ভগবানের সঙ্গে খুব একাত্ম ছিলাম না।"
তিনি জানান, এবার নাকি ভগবানের আশ্রয়ে থাকতে চান। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন লিলি। তাঁর অ্যাকাউন্টে দেড় লক্ষেরও বেশি ফলোয়ার।
কথায় বলে, ভোগে নাকি ত্যাগ আসে। ব্রিটেনের পর্ন তারকা লিলি ফিলিপসের ক্ষেত্রেও কী তা-ই হল, সে উত্তর এখন খুঁজছেন অনেকে।
লিলি ফিলিপসের একদিনে ১০০০ পুরুষের সঙ্গে যৌনতার ইচ্ছা বহুলচর্চিত। তাঁর নয়া সিদ্ধান্ত নিয়েও চলছে জোর কাটাছেঁড়া। আদৌ ওই দুষ্টু নায়িকার ঘোষণা সত্যি কিনা, তা নিয়ে অনেকে সন্দিহান।
Published By: Sayani SenPosted: 06:33 PM Jan 12, 2026Updated: 06:49 PM Jan 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
