Advertisement
এই না হলে সুপারস্টার! কোহলি-রোহিত ভক্তদের চাপে নীতি বদলাতে বাধ্য হচ্ছে বিসিসিআই
আর হা হুতাশ করতে হবে না 'রোকো' ভক্তদের।
এই না হলে সুপারস্টার, বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য সম্প্রচার নীতি বদলাতে বাধ্য হচ্ছে বিসিসিআই। এবার থেকে আরও বেশি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখা যাবে টিভিতে।
এমনিতে বিসিসিআইয়ের নীতি হল রনজি ট্রফি, মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের কমবেশি ১ হাজার ম্যাচ দেখানো হয় প্রতি বছর। এবার সেই নীতি বদলাচ্ছে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
আসলে এমনিতে ভারতে প্রচুর ক্রিকেট খেলে। আইপিএল-আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সেভাবে বিরতি বিশেষ নেই। ফলে ঘরোয়া ক্রিকেটে আগ্রহ অনেক কম থাকে দর্শকদের। তাই এতদিন ১০০ ম্যাচ দেখানো নিয়ে প্রশ্ন ওঠেনি।
এই মরশুমে সেটা বদলে গিয়েছে। কারণ বিসিসিআইয়ের নতুন নীতি অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটারদের এখন আন্তর্জাতিক ম্যাচ না খেললে ঘরোয়া ক্রিকেটে নামতেই হচ্ছে। আর তাতেই হু হু করে বাড়ছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয়তা। জাতীয় দলের খেলা না থাকলে, নিদেনপক্ষে দু’টো ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলা আন্তর্জাতিক তারকাদের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দিয়েছে ভারতীয় বোর্ড।
সেই নির্দেশিকায় মান্যতা দিয়ে এ মরশুমে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ইতিমধ্যে বিজয় হাজারে ট্রফি খেলতে নেমে পড়তে দেখা গিয়েছে। পরে শুভমান গিল, কেএল রাহুলরাও ঘরোয়া ক্রিকেটে খেলছেন।
বিরাট কোহলি ২০১০ সালে শেষবার বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন। ২০১৬ সালে তিনি মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে নেমেছিলেন রোহিত শর্মা। বোর্ডের নির্দেশিকায় দু'জনকেই নামতে হয়।
দুর্ভাগ্যজনক বিরাট-রোহিতের খেলা ম্যাচগুলি লাইভ টেলিকাস্ট হয়নি। এদিকে ওই দুই ম্যাচ নিয়ে আগ্রহ চরমে ওঠে। কেন টেলিকাস্ট হচ্ছে না, প্রশ্নবিদ্ধ হতে হয় ভারতীয় বোর্ডকে।
‘অন্ধের যষ্টি’র মতো স্কোর জানতে গুগলই ছিল ভরসা। তাই কোহলি কত রান করেছেন, সেটা জানতে সবচেয়ে সার্চ করা হয় গুগলে। ওই দিনই ট্রেন্ডিংয়ে শীর্ষে চলে আসেন দুই তারকা। গুগল নিজেই সেটা পোস্ট করে জানায়।
এ তো গেল অনলাইনে। বিরাট রোহিতরা খেলতে নামলে মাঠে ঢোকা নিয়ে দর্শকদের মধ্যেও হুড়োহুড়ি দেখা যায়। গত মরশুমে বিরাট যখন দিল্লির হয়ে রনজি খেললেন তখনও হাজার হাজার দর্শক ভিড় জমান অরুণ জেটলি স্টেডিয়ামে। এ বছর রাজস্থানের ভাঙা স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন। সেখানেও হাজার হাজার দর্শক হয়।
Published By: Subhajit MandalPosted: 08:10 PM Jan 28, 2026Updated: 09:42 PM Jan 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
