Advertisement
হাসিনা একা নন, বিশ্ব ইতিহাসে চরম দণ্ড পেয়েছেন যে সব রাষ্ট্রনায়ক
একনজরে দেখে নেওয়া যায় ইতিহাসের সেইসব বিতর্কিত নেতাদের।
মুয়াম্মার গদ্দাফি (লিবিয়া): লিবিয়ার এই স্বৈরাচারী শাসক ১৯৬৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাঁর শাসনকালে খনিজ তেলের বিরাট মুনাফায় সমৃদ্ধ হয়েছিল লিবিয়া। একইসঙ্গে বিদ্রোহীদের দমন করতেও সিদ্ধহস্ত ছিলেন তিনি। ২০১১ সালে গদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ ব্যাপক আকার নেয়। এরপর ন্যাটোর সাহায্যে গদ্দাফি সাম্রাজ্যের পতন ঘটে। গদ্দাফির নিজের শহর সিরতেতে বন্দি হন এই রাষ্ট্রপ্রধান। বিনা বিচারে বিদ্রোহীরা পিটিয়ে খুন করে গদ্দাফিকে।
চার্লস টেলর (লাইবেরিয়া): ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত লাইবেরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তাঁকে আফ্রিকার হীরক রাজাও বলা হয়। তাঁর শাসনে লাইবেরিয়ায় গৃহযুদ্ধ চরম আকার নেয়। মৃত্যু হয় লক্ষ লক্ষ মানুষের। ২০০৩ সালে বিদ্রোহীরা দেশ দখল করলে টেলর দেশ ছাড়েন। স্কটল্যান্ডের এক আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে। ২০১২ সালে তাঁর ৫০ বছরের কারাদণ্ড হয়।
পারভেজ মোশারফ (পাকিস্তান): পাকিস্তানের প্রাক্তন স্বৈরশাসক পারভেজ মোশারফ ছিলেন সেনাপ্রধান। ১৯৯৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি। ২০০৭ সালে সংবিধান অগ্রাহ্য করে জারি করেন জরুরি অবস্থা। ২০১৯ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে, তিনি দুবাই পালিয়ে যাওয়ায় সাজা কার্যকর হয়নি। ২০২৩ সালে তাঁর মৃত্যু হয়।
Published By: Amit Kumar DasPosted: 05:54 PM Nov 18, 2025Updated: 05:54 PM Nov 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
