Advertisement
'স্পেশাল অপস ২'তে টোটার অভিনয়ে মুদ্ধ দর্শক, এই ৫ ছবিতে অভিনেতার পারফরম্যান্স 'মাস্ট ওয়াচ'
টোটার কেরিয়ারের সেরা পাঁচ পারফরম্যান্স সম্পর্কে জেনে নিন।
বলিউডে পা রেখেই একের পর এক চরিত্রে নিজেকে ভাংছেন টোটা রায়চৌধুরী। সম্প্রতি তাঁর নতুন সিরিজ 'স্পেশাল অপস' সিজন ২ দেখে মুগ্ধ হয়েছেন দর্শক এবং টোটা অনুরাগীরা। ইতিমধ্যেই বহুল প্রশংসিত সেই সিরিজ। স্বনামধন্য অভিনেতা কে কে মেননের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে এই সিরিজে স্ক্রিন শেয়ার করতে। তবে স্পেশাল অপস'-এর আগেও বহু ছবি ও সিরিজে নজর কেড়েছেন টোটা। একনজরে দেখে নিন টোটা অভিনীত সেরা পাঁচ চরিত্র।
সাল ২০০৩। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় টোটাকে বাংলা ছবির দর্শক আবিষ্কার করলেন নতুনভাবে। ততদিন যেভাবে দর্শক পর্দায় তাঁকে দেখেছেন তা থেকে অভিনেতাকে বের করে আনলেন ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি' উপন্যাসকে তুলে ধরলেন পর্দায় আর সেই ছবিতেই 'বিহারীলাল' চরিত্রে নজর কাড়লেন টোটা। সেই শুরু। সম্পর্ক, বন্ধুত্বে প্রাপ্তি- অপ্রাপ্তির মাঝে বিহারীর জীবনের নানা টানাপোড়েন, জীবনদর্শন পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হন টোটা। আপামর বাংলা ছবির দর্শক আবিষ্কার করেন এক অন্য টোটাকে। আজও সেই চরিত্রের জন্য প্রশংসিত হন অভিনেতা।
নজর কেড়েছেন 'তিন' ছবিতেও। এই ছবিতে পিটার রায় চরিত্রে বিশেষভাবে নজর কেড়েছিলেন টোটা। এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও বিদ্যা বালনের সঙ্গে। অ্যাঞ্জেলা নামের একটি বাচ্চা মেয়ের বাবার ভূমিকায় দেখা যায় অভিনেতাকে। যাকে প্রথমে অপহরণ ও পরে হত্যা করা হয়। এই থ্রিলার ঘরানার ছবিতে রীতিমতো প্রশংসা পেয়েছিলেন টোটা।
মাত্র কয়েক বছর আগে মুক্তি পায় টোটার আরও এক হিন্দি ছবি 'রকি আউর রানি কি প্রেম কাহানি'। এই ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন টোটা। এক বাঙালি পরিবারের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছিল এই ছবির একাংশে। বঙ্গসন্তান টোটা ছবিতে একজন বাঙালির চরিত্রে অভিনয় করেই নজর কাড়েন। তবে সবথেকে বেশি প্রশংসা করেছিলেন সকলে তা হল এই ছবিতে টোটার ধ্রুপদী নৃত্যশৈলীতে দখল। যা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সকলে।
'হেলিকপ্টার ইলা' ছবিতে ফের নিজের অভিনয়শৈলীর দ্বারা সকলকে মুগ্ধ করেন টোটা। এই ছবিতে কাজল, নেহা ধুপিয়া, বাঙালি অভিনেতা ঋদ্ধি সেনের সঙ্গে এই ছবিতে দেখা গিয়েছিল টোটাকেও। বাবার চরিত্রে অভিনয় করেছিলেন টোটা। বিচ্ছেদের পরেও সন্তানের প্রতি তাঁর অগাধ টান ফুটে উঠেছিল ছবির পরতে পরতে। এই চরিত্রেও টোটা নিজেকে আরও একবার ভেঙেছিলেন। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। কেড়ে নিয়েছিলেন স্পটলাইট।
Published By: Arani BhattacharyaPosted: 01:49 PM Jul 19, 2025Updated: 01:49 PM Jul 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
