Advertisement
পুজোর মেলায় ভিড় জমেছে, দেখতে যাব আমি তুমি! হস্তশিল্পের হরেক পসরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
রাজ্যের ১৬টি জেলার ৮০ জনের বেশি শিল্পী উপস্থিত রয়েছেন এই মেলায়।
বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BNCCI)-র উদ্যোগে আয়োজিত হল বেঙ্গল ফেস্টিভ্যাল ফেয়ার ২০২৫। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ড. শশী পাঁজা ও প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ। ছবি: সুচরিতা গোস্বামী।
সম্মানিত অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং প্রশংসা করেন BNCCI–র উদ্যোগের। ছবি: সুচরিতা গোস্বামী।
রাজ্যের ১৬টি জেলার ৮০ জনের বেশি শিল্পীকে একত্রিত করা হয় এই মেলায়। ৭০টির স্টলে প্রদর্শিত হয় শিল্পীদের হাতে তৈরি বস্ত্র, হস্তশিল্প, আসবাবপত্র, সজ্জা সামগ্রী। ছবি: সুচরিতা গোস্বামী।
আগামী ১৪ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত খুদিরাম অনুশীলন কেন্দ্রে চলবে এই মেলায়। মেলায় আসার জন্য সকলকে আহ্বান জানান মন্ত্রী শশী পাঁজা ও কুণাল ঘোষ। ছবি: সুচরিতা গোস্বামী।
দুর্গা পুজোর আগে আয়োজিত এই মেলাকে রাজ্যের শিল্পীদের ক্ষমতায়ন ও তাঁদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ছবি: সুচরিতা গোস্বামী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কল্লোল পাল, এবং ঝাড়গ্রামের সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। ছিলেন অধ্যাপক কল্লোল পাল এবং শোরেন মন্ডল। ছবি: সুচরিতা গোস্বামী।
এই মেলায় বিশেষ গুরুত্ব পেয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও ঝাড়গ্রাম জেলা। ছবি: সুচরিতা গোস্বামী।
'বেঙ্গল ফেস্টিভ্যাল ফেয়ার ২০২৫' অনুষ্ঠান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন BNCCI–র সভাপতি শ্রী অশোক কুমার বণিক, সহ-সভাপতি অমিত সাহা, কোষাধ্যক্ষ অলোক সরকার এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ—ঋত্বিক দাস, আশীষ পাল, অনিত ঘোষ, দিলীপ নারায়ণ সাহা, সুজিত চক্রবর্তী, সিদ্ধার্থ রায়, সুজয় সাহা, সোহম বনিক, শক্তুনালা সেন এবং অন্যান্য বিশিষ্ট সদস্য রণদীপ দত্ত। ছবি: সুচরিতা গোস্বামী।
Published By: Amit Kumar DasPosted: 09:48 PM Sep 12, 2025Updated: 11:51 PM Sep 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
