Advertisement
ফের 'সাত তারা' পারফরম্যান্স, রেলওয়েকে গোলের বন্যায় ভাসাল বাংলার মেয়েরা, রইল ছবি
জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলার পরের ম্যাচ ১০ সেপ্টেম্বর।
জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপে আবারও 'সাত তারা' পারফরম্যান্স বাংলার মেয়েদের। গত ম্যাচেই মেঘালয়কে ৭ গোলের মালা পরিয়েছিল বাংলার প্রমীলা ব্রিগেড। সোমবারও রেলওয়ের বিরুদ্ধে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ, রাজমাতা জিজাভাই ট্রফিতে সেই ধারাই বজায় রাখল বাংলা।
কৃষ্ণনগরের রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে শুরু থেকে বাংলার মেয়েদের দাপুটে মেজাজে দেখা যায়। তাঁদের একের পর এক আক্রমণ আছড়ে পড়ে রেলওয়ের রক্ষণভাগে।
রেলওয়ের দুর্বল রক্ষণকে কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে বাংলা। শুরুতেই রিম্পা হালদার এগিয়ে দেন বাংলাকে। এরপর মৌসুমি মুর্মুর গোলে ব্যবধান দ্বিগুণ করেন দোলা মুখোপাধ্যায়ের মেয়েরা।
রিম্পা হালদারের গোলে ৩-০ লিড পায় 'বেঙ্গল টাইগ্রেস'রা। এর থেকেই পরিষ্কার, কতটা আধিপত্য নিয়ে খেলছিল বাংলা। রেলওয়েকে নিয়ে কার্যত গোলের উৎসবে মেতে ওঠেন রিম্পা, সুলঞ্জনারা।
এখানেই শেষ নয়। রেলওয়ের জালে বল জড়ান ক্যাপ্টেন সঙ্গীতা বাসফোর। প্রথমার্ধ শেষ হওয়ার আগে হ্যাটট্রিক সম্পন্ন করেন করেন রিম্পা হালদার। বাংলা বিরতিতে যায় ৭-০ লিড নিয়ে।
Published By: Prasenjit DuttaPosted: 03:31 PM Sep 08, 2025Updated: 03:36 PM Sep 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
