Advertisement
পরপর ম্যাচে দাপুটে জয়, এবার ৫ গোল দিয়ে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে বাংলা
দাপট অব্যাহত বাংলার প্রমীলা ব্রিগেডের।
দুর্দান্ত ছন্দে বাংলার মহিলা ফুটবল দল। ৩০তম সিনিয়র জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ, রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনাল রাউন্ডে পৌঁছে গেলেন সুলঞ্জনা, সঙ্গীতা, মৌসুমিরা।
বুধবার সিকিমকে ৫-১ গোলে হারিয়ে দিল বাংলার প্রমীলা ব্রিগেড। এই ম্যাচের আগে মেঘালয় এবং রেলওয়েকে ৭ গোলের মালা পরিয়েছিল দোলা মুখোপাধ্যায়ের মেয়েরা।
বুধবার বাংলার হয়ে হ্যাটট্রিক করেন সুলাঞ্জনা রাউল। একটি করে গোল করেন সঙ্গীতা বাসফোর এবং রিম্পা হালদার।
সিকিমের বিরুদ্ধে নামার আগে বাংলার কোচ দোলা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ম্যাচ জিতে পরের রাউন্ডে ওঠাকেই পাখির চোখ করেছিলেন তিনি। মাঠে নেমে কোচের কথার মান রাখলেন ফুটবলাররা।
বুধবার শুরু থেকেই শুরু থেকে দাপুটে মেজাজে দেখা যায় বাংলার মেয়েদের। তাঁদের একের পর এক আক্রমণ আছড়ে পড়ে সিকিমের রক্ষণভাগে।
Published By: Prasenjit DuttaPosted: 07:01 PM Sep 10, 2025Updated: 07:01 PM Sep 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
