Advertisement
বাংলার প্রথম ক্রীড়া সম্মেলন! খেলার নানা দিক নিয়ে যুবপ্রজন্মকে টিপস স্নেহাশিস-মেহতাবদের
বাংলার ক্রীড়াঐতিহ্য নিয়ে চর্চার পাশাপাশি ভবিষ্যতের জন্য পথনির্দেশ নিয়েও আলোচনা হয়।
২৯ আগস্ট, শুক্রবার কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হল বাংলার প্রথম ক্রীড়া সম্মেলন। যার নাম 'স্কোরবুক ২০২৫'। আয়োজনে সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশন। এই সম্মেলনে বাংলার ক্রীড়াঐতিহ্য নিয়ে চর্চার পাশাপাশি ভবিষ্যতের জন্য পথনির্দেশ নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস.এন. মুখার্জি। তাঁর উপস্থিতি ও উদ্বোধনী ভাষণ অংশগ্রহণকারীদের সমৃদ্ধ করে।
তাঁর মতে খেলাধুলাকে কেবল শারীরিক উন্নতির জন্যই গুরুত্ব দেওয়া উচিত নয়। বরং একটি সাংস্কৃতিক, বৌদ্ধিক এবং সামাজিক চর্চা হিসাবেও স্বীকৃতি দেওয়া উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি ও প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এছাড়াও প্রাক্তন ফুটবলার মেহতাব হুসেন, অভিজিৎ মণ্ডল, ক্রীড়া সংগঠক নবাব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
কনক্লেভের আলোচনার জাতীয় ডোপিং-বিরোধী সংস্থার আয়োজনে একটি সেশনের প্রতিনিধিত্ব করেন ডোপ নিয়ন্ত্রণ কর্মকর্তা বিজন কুমার দাস। ডোপিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য নাডার ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি।
এছাড়া তিনি প্রতিযোগিতামূলক ক্রীড়া জগতের স্বচ্ছতা রক্ষা এবং ক্রীড়াবিদদের কল্যাণ রক্ষার জন্য শিক্ষা, সতর্কতা এবং নীতিগত সহায়তা কীভাবে অপরিহার্য তা তুলে ধরেন।
কনক্লেভে বাংলায় ক্রীড়া পর্যটন ও প্রশাসনিক পরিষেবার পরিধি সম্পর্কে একটি আকর্ষণীয় অধিবেশনও অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন কলকাতা মেট্রো রেলওয়ের অবসরপ্রাপ্ত জিএম প্রত্যুষ ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া বিভাগের প্রাক্তন উপসচিব সন্দীপ নাগ।
Published By: Arpan DasPosted: 06:52 PM Aug 30, 2025Updated: 06:52 PM Aug 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
