বৃষ্টিভেজা শহরে বিবৃতির রূপকথা, ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা
ভেজা শাড়িতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।
Tap to expand
বৃষ্টিভেজা কলকাতা শহর। আর তাতে বিবৃতি চট্টোপাধ্যায়ের রূপকথা। ভেজা শাড়িতে ক্যামেরার সামনে পোজ দিলেন অভিনেত্রী। তাতেই মুগ্ধ অনুরাগীরা।
Tap to expand
পোস্ট দেখে যা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী, আভা ইন্ডিয়ার জন্য বিবৃতির এই নয়া ফটোশুট। ছবির নেপথ্যের কারিগর শিলাদিত্য দত্ত এবং বিপ্রদীপ চক্রবর্তী।
Tap to expand
গ্রে শেডের শাড়ি রয়েছে বিবৃতির পরনে। তার সঙ্গে ব্রাইট লাল রঙের ব্লাউজ। মেঘলা আবহাওয়ায় এই কম্বিনেশন সুন্দরভাবে ক্যামেরার লেন্সে ধরা পড়েছে।
Tap to expand
ভিক্টোরিয়া ও তার আশেপাশের এলাকাতেই হয়েছে শুট। নিজের এই পোশাকের সঙ্গে অত্যন্ত কম অ্যাক্সেসারিজ পরেছেন বিবৃতি। হাতে রয়েছে লাল চুড়ি আর সিলভার কালারের যৎসামান্য গয়না।
Tap to expand
ক্যামেরার সামনে বোল্ড হতে তাই কোনও সমস্যা নেই বিবৃতির। জলের মতোই বহমান ধারায় বাঁচতে ভালবাসেন। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন।
Tap to expand
ছোটপর্দায় সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন বিবৃতি। এখন অভিনেত্রীর পাখির চোখ বড়পর্দা। আগামীতে বিবৃতির ফিল্মোগ্রাফিতে রয়েছে 'দেবী চৌধুরাণী', 'সে তো আজ ও বোঝে না'র মতো সিনেমা। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 02:53 PM Oct 26, 2024Updated: 02:53 PM Oct 26, 2024
ভেজা শাড়িতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।