Advertisement
লক্ষ্মীবার বিহারের প্রথম পর্বের ভোট, মহাজোটের 'গড়ে' নজর এনডিএর, কিংমেকার হবেন প্রশান্ত?
জেনে নিন প্রথম পর্বের ভোটের খুঁটিনাটি।
বৃহস্পতিবার বিহারের প্রথম পর্বের ভোট। এই পর্বে ১৮ জেলার ১২১ আসনে নির্বাচন। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু। চলবে বিকাল ৫টা পর্যন্ত। কিছু সংবেদনশীল এলাকায় ভোট শেষ হবে বিকাল চারটেয়।
SIR-এর পর এই প্রথম ভোট বিহারে। নির্বাচন কমিশন দাবি করেছে, প্রথম দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। সব মিলিয়ে ৪৫ হাজার বুথে এই পর্বে ভোট।
প্রথম পর্বের ভোটের ১২১ আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছ প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির। ১১৮টি আসনে প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের দল।
এনডিএর অন্দরে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে জেডিইউ। ৫৭ আসনে লড়ছে নীতীশের দল। বিজেপি লড়ছে ৪৮ আসনে। চিরাগ পাসওয়ানের দল লড়ছে ১৩ আসনে।
ইন্ডিয়া জোটে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে আরজেডির। লালুপ্রসাদ যাদবের দল লড়ছে ৭২ আসনে। কংগ্রেস লড়ছে ২৪ আসনে। লিবারেশন লড়ছে ১৪ আসনে।
২০২০ সালে এই ১২১ আসনের মধ্যে লালুর আরজেডি জিতেছিল ৪২ আসনে। বিজেপি জয় পেয়েছিল ৩২ আসনে। জেডিইউ জেতে ২৩ আসন। কংগ্রেস জয় পায় ৮ আসনে। বামেদের দখলে যায় ১১ আসন। আসলে যে ১৮ জেলায় ভোট হচ্ছে, সেই ১৮ জেলা মহাজোটের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত।
প্রথম পর্বে যে হেভিওয়েট আসনগুলিতে নির্বাচন হচ্ছে সেটার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাঘোপুর। এই কেন্দ্র থেকেই লড়ছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। ২০১৫ থেকে ওই কেন্দ্র দখলে রেখেছেন তেজস্বী।
বিহারে উপমুখ্যমন্ত্রীর কেন্দ্র তারাপুরেও ভোট বৃহস্পতিবার। আরজেডির অরুণ কুমার সাহা তাঁকে চ্যালেঞ্জ করছেন। এই কেন্দ্রে মুসলিম-যাদব-দলিত ভোটার লক্ষাধিক। ফলে কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন সম্রাট।
এই পর্বে নির্বাচনে মহুয়া কেন্দ্রেও। লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব লড়ছেন ওই কেন্দ্রে। ২০১৫ সালে ওই কেন্দ্রে জিতেছিলেন তেজপ্রতাপ। এবার নিজের দল জনশক্তি জনতা দলের হয়ে লড়ছেন তেজস্বী।
প্রথম পর্বের নির্বাচনে বেশি নজর থাকবে মহাজোটের। তেজস্বী যাদবরা চাইবেন আগেরবারের পারফরম্যান্স ছাপিয়ে জেতে। অন্যদিকে নীতীশ কুমারের জন্য এই নির্বাচন কামব্যাকের লড়াই। আগের নির্বাচনে ধাক্কার পর এবার আসন বাড়াতে চায় জেডিইউ। তবে সব হিসাবে বদলে দিতে পারন প্রশান্ত কিশোর। তাঁর দল কত ভোট পাচ্ছে, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে।
Published By: Subhajit MandalPosted: 09:36 PM Nov 05, 2025Updated: 09:36 PM Nov 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
