Advertisement
লিপ সার্জারি করে ভোল বদলেছেন চেহারার, এই তালিকায় বলিউডের কোন কোন অভিনেত্রী ?
দেখে নিন কোন কোন অভিনেত্রী রয়েছেন এই তালিকায়।
সুন্দর দেখাতে নিজের চেহারায় ছুরিকাঁচি চালাতে অনেক অভিনেত্রীই বিন্দুমাত্র ভাবেন না। মুখে প্লাস্টিক সার্জারি করানো থেকে লিপ ফিলার্স করানোতে এগিয়ে রয়েছে বলিউড। তবে বহু সময় মুখে নানা সার্জারি করতে গিয়ে বিপাকেও পড়েছেন তাঁরা। আমূল পালটে গিয়েছে মুখ, সৌন্দর্য থাকেনি আর আগের মতো। এই তালিকায় রয়েছেন বলিউডের বহু অভিনেত্রী। উরফি জাভেদ থেকে সুস্মিতা সেন, রাখি সাওয়ান্ত-সহ অনেকেই রয়েছেন। ঠিক কি পরিবর্তন হয়েছে তাঁদের চেহারায়? দেখে নিন সেই ছবিই। এই মুহূর্তে সোশাল মিডিয়ায় বারবার নিজের চেহারার ভল বদল হওয়া নিয়ে চর্চায় আসছেন উরফি জাভেদ। ঠোঁটের লিপ ফিলার্স সরিয়ে রীতিমতো মুখ ফুলে গিয়েছিল উরফির। তারপর থেকে অনেকেই ভেবেছিলেন যে উরফি বোধহয় আবারও সার্জারি করাচ্ছেন। না, সেই ভুল ভাঙিয়ে উরফি জানিয়েছিলেন যে, তিনি লিপ ফিলার্স করাচ্ছেন না। সরিয়ে ফেললেন।
অভিনেত্রী আয়েশা টাকিয়ার মুখে এক আলাদাই লাবণ্য ছিল। যা দেখে রীতিমতো মুগ্ধ হতেন তাঁর অনুরাগীরা। তবে সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে মুখে প্লাস্তিক সার্জারি করে রীতিমতো মুখের আদল বদলে ফেলেছেন তিনি। এখন তাঁকে দেখলে চেনা দায়।
ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনের সৌন্দর্য, অভিনয় ও বুদ্ধিমত্তায় মুগ্ধ সকলেই। এবার তিনিও এই জুতোয় পা গুলিয়ে পালটে ফেলেছেন মুখের ভোল। যৌবন ধরে রাখতে গিয়ে মুখে ও ঠোঁটে প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। যা দেখে তাঁর অনুরাগী ম্নহলে মিশ্র প্রতিক্রিয়া মেলে।
বলিউডের আরেক কন্যে কোয়েনা মিত্রও রয়েছেন এই তালিকায়। প্লাস্টিক সার্জারি করে নিজের নাকের আঁকার বদলাতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তাতে হয়েছে হিতে বিপরীত। এর ফলে তাঁর মুখে ফোলাভাব তৈরি হয়, সমস্যা দেখা যায় হাড়েও। যা পরবর্তীতে তাঁর অভিনয়ের কেরিয়ারে প্রভাব বিস্তার করেছিল।
Published By: Arani BhattacharyaPosted: 09:57 PM Sep 06, 2025Updated: 09:57 PM Sep 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
