Advertisement
হ্যালোউইনের রাতে ভয় পেতে চান? এই ছবিগুলি দেখলে ঘুমই হবে না!
'হ্যালোউইনে'র রাত তেনাদের নিয়ে উদযাপন করতে চাইলে। ঝটপট লিস্ট দেখে নিন।
'হ্যালোউইন' পশ্চিমী কনসেপ্ট হলেও এদেশেও বেজায় জনপ্রিয় এই দিনটি। কেউ এদিন হ্যালোউইন পার্টি করেন আবার কেউ বা ভূতুড়ে সিনেমা দেখেই উদযাপনে মাতেন। আপনিও কী হরর জঁর প্রেমী? তাহলে ঝটপট জেনে নিন ক'টা ভূতুড়ে বলিউড সিনেমার নাম। তালিকার প্রথমেই থাকুক 'তুম্বড়'। ২০১৮ সালে লোকগাঁথার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা বক্স অফিসের সঙ্গে দর্শকদের বুকেও কাঁপন ধরিয়েছিল।
'হ্যালোউইনে'র রাতে ২০০৭ সালের 'ভুল ভুলাইয়া' না দেখলে মঞ্জুলিকাদেবী পাপ দেবেন বইকী! 'আমি যে তোমার...' শিহরণ জাগানো এই গানটি শুনলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!
কথাতেই আছে পুরনো চাল ভাতে বাড়ে। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত রামগোপাল ভার্মার 'রাত' তাদের জন্য যারা ভয় পাওয়ার চেয়ে মনস্তাত্ত্বিক ভৌতিকতা পছন্দ করেন।
কঙ্কণা সেন শর্মার 'এক থি ডায়ান'ও এই তালিকায় পড়ছে। বিনুনি জড়িয়ে ডাইনির মেরে ফেলার 'স্ট্র্যাটেজি' বুকে কাঁপন ধরাতে বাধ্য। এই ছবিটি ভয় দেখানোর পাশাপাশি আপনার প্রচলিত বিশ্বাস নিয়েও প্রশ্ন তোলে!
হ্যালোউইনের রাতের জন্য পারফেক্ট চয়েস হতে পারে 'বুলবুল'ও। কোভিডকালে মুক্তিপ্রাপ্ত এই ওয়েব ফিল্মে নারীশক্তির বার্তা দেওয়া হয়েছে ভয়ের আবহ তৈরি করে। তৃপ্তি দিমরি এবং পাওলি দামের পারফরম্যান্স অসাধারণ!
অনুষ্কা শর্মার 'পরী'ও দেখতে পারেন। রুখসানার ভূতুড়ে কর্মকাণ্ড, হেঁটে হেঁটে দেওয়াল বেয়ে ওঠার দৃশ্য দেখলে শরীরে কাঁপন ধরতে বাধ্য!
Published By: Sandipta BhanjaPosted: 09:15 PM Oct 30, 2025Updated: 09:15 PM Oct 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
