Advertisement
আলিয়া থেকে দীপিকা, গর্ভে সন্তান নিয়েই শুটিং করেছেন বলিউডের আর কোন নায়িকা?
কোন কোন অভিনেত্রী রয়েছেন এই তালিকায়।
সময়ের সঙ্গে সঙ্গে পালটেছে বিনোদুনিয়ার অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। এই সময়ে দাঁড়িয়ে বিয়ে, দাম্পত্য, ব্যক্তিগত জীবন ও মাতৃত্বকে জোর গলায় অগ্রাধিকার দিয়ে কাজ থেকে বিরতি নিতেও পিছপা হন না তাঁরা। এই তালিকায় বলা যায় এই মুহূর্তে চর্চায় দীপিকা। দেখে নিন সন্তানসম্ভবা হয়েও শুটিং ফ্লোরে কোন কোন অভিনেত্রী দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে গিয়েছেন।
প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। অমিতাভ জায়া তখন ব্যস্ত কালজয়ী ছবি 'শোলে'তে অভিনয় করতে। দাপটের সঙ্গে চালিয়ে গিয়েছেন ওই ছবির অভিনয়। তাঁর গর্ভে তখন প্রথম সন্তান শ্বেতা।
অভিনেত্রী জুহি চাওলা যখন প্রথমবার অন্তঃসত্ত্বা হন তখন একটি নয় দু'টি ছবিতে অভিনয় করছিলেন তিনি। 'আমদানি আঠানি খরচা রুপাইয়া' ও 'এক রিস্তা' ছবিতে জুহি অভিনয় করছিলেন। কিন্তু মঞ্চ ও ক্যামেরা থেকে কোনওভাবেই এইসময় দূরত্ব বজায় রাখেননি জুহি। সমানতালে চালিয়ে গিয়েছেন কাজ।
নবাব ঘরনি করিনা কাপুর খান পুরোদমে শুটিং চালিয়ে গিয়েছেন 'লাল সিং চাড্ডা'র। ২০২২ সাল, বেবো তখন সাড়ে পাঁচ মাসের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা। গর্ভে তখন তাঁর সন্তান জেহ।
মাতৃত্বকে উপভোগ করাকে কাজের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দীপিকা পাড়ুকোন। গলা চড়িয়েছেন তিনি এই নিয়ে। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় পুরোদমে 'কল্কি' ছবির প্রচার চালিয়েছেন দীপিকা।
বলিউড এবং হলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে গর্ভাবস্থায় শুটিং চালিয়ে গিয়েছেন আলিয়া ভাট। একদিকে করেছেন 'রকি আউর রানি কি প্রেম কাহানি' অন্যদিকে 'হার্ট অফ স্টোন'র শুটিং। অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও পিছিয়ে থাকেননি আলিয়া।
Published By: Arani BhattacharyaPosted: 06:14 PM Nov 05, 2025Updated: 06:14 PM Nov 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
