Advertisement
পরিণীতি-রাঘব থেকে সিদ্ধার্থ-কিয়ারা, চলতি বছরে এখনও পর্যন্ত মা-বাবা হয়েছেন কোন কোন সেলেব দম্পতি?
চলতি বছরে এখনও অবধি দুই থেকে তিন হলেন কোন বলি সেলেবরা?
২০২৫ সালের দীপাবলির ঠিক আগের দিন জীবনের নতুন ইনিংস শুরু করলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এদিন অভিনেত্রী পরিণীতি ও রাজনীতিবিদ রাঘবের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।
২০২৫ সালে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা ও আডবানি। ১৫ জুলাই তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান।
চলতি মাসের ৫ তারিখ দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ খান। সেলিম খানের পরিবারে এল নতুন সদস্য। আরবাজ ও তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা খান কন্যাসন্তানের মা-বাবা হন। তাঁদের জীবনের নতুন শুরুতে খান পরিবারে বয়েছে খুশির আমেজ।
চলতি বছরের মার্চ মাসে কন্যাসন্তানের জন্ম দেন সুনীলকন্যা আথিয়া শেট্টি। কে এল রাহুল ও আথিয়ার ঘর আলো করে নতুন সদস্য আসে ২৪ মার্চ।
Published By: Arani BhattacharyaPosted: 09:45 PM Oct 19, 2025Updated: 09:45 PM Oct 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
