Advertisement
নভেম্বরে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বিগ বাজেট ছবি! উন্মুখ সিনেপ্রেমীরা
জেনে নিন কোন হিন্দি ছবি মুক্তি পাচ্ছে কোন দিনে?
উৎসবের মরশুম কার্যত শেষ। বছরও প্রায় শেষের পথে। তবে এসব সত্ত্বেও আমজনতার বিনোদনে কোনও ভাটা পড়বে না। কারণ আগামী মাসেই অর্থাৎ নভেম্বরেই মুক্তি পেতে চলেছে বড়পর্দায় একগুচ্ছ হিন্দি ছবি। এই তালিকায় রয়েছে ইমরান হাসমির 'হক' থেকে কৃতী-ধনুশের 'তেরে ইশক মে'-সহ একগুচ্ছ ছবি। জেনে নিন কোন ছবিটি মুক্তি পাবে কোন দিনে।
ইয়ামি গৌতম ও ইমরান হাসমির ছবি 'হক' নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। মহম্মদ আহমেদ খান ও শাহ বানো বেগমের শীর্ষ আদালতের মামলার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। যা মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর।
আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে সোনাক্ষী সিনহা অভিনীত ছবি 'জটাধরা'। এই ছবিতে 'ব্ল্যাকম্যাজিক'র মতো বিষয়কে তুলে ধরা হবে। যেখানে এক্কেবারে অন্য স্বাদের চরিত্রে ধরা দেবেন সোনাক্ষী। পিশাচিনী রূপে দেখা যাবে নায়িকাকে।
অসমবয়সী প্রেমের গল্প নিয়ে 'দে দে প্যায়ার দে ২' ছবি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর। হাসির মোড়কে এই ছবি বড়পর্দায় নিয়ে আসবেন পরিচালক অংশুল শর্মা।
রেজাং লা যুদ্ধের প্রেক্ষাপটে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ফারহান আখতার অভিনীত '১২০ বাহাদুর' ছবিটি। ৩০০০ চিনা সৈন্যের বিরুদ্ধে নিজের জন্মভূমিকে রক্ষা করতে লড়াই চালিয়েছিলেন ১২০ ভারতীয় সৈন্য। সেই ঘটনাই এবার ফুটে উঠবে পর্দায়। আগামী ২১ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।
পুরনো দিল্লির ম্যাজিক আর পাঞ্জাবের কোঠির ইতিহাস ও তার মেলবন্ধনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবি 'গুস্তাখ ইশক'। ছবিতে অভিনয় করেছেন বিজয় বর্মা ও ফতিমা সানা শেখ। আগামী ২১ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।
Published By: Arani BhattacharyaPosted: 07:14 PM Oct 22, 2025Updated: 07:20 PM Oct 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
