Advertisement
শাহরুখকন্যা থেকে ভিকি, কার্তিক-বলিউডের এই তারকাদের সম্পত্তির পরিমাণ কত জানেন?
জেনে নিন কোন তারকা কত সম্পত্তির মালিক।
তারকাদের হাঁড়ির খবর জানার জন্য উদগ্রীব থাকেন দর্শক-অনুরাগীরা। তাঁদের রোজনামচা জানার কৌতূহলের পাশাপাশি তাঁদের ছবিপিছু পারিশ্রমিক এবং তাঁদের সম্পত্তির পরিমাণ জানার ইচ্ছাও তাঁদের মনে রয়েছে। এই তালিকায় প্রথমেই বলা যায় এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ানের নাম। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটির কাছাকাছি। শোনা যায় প্রতিটি ছবির পারিশ্রমিক হিসাবে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা নেন তিনি। শুধু তাই নয় অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনী শুটের জন্যও প্রায় এর কাছাকাছি পারিশ্রমিক নেন কার্তিক, কানাঘুষো এমনটাই শোনা যায়।
অনেকের মনেই কৌতূহল জন্মায় যে শাহরুখকন্যা সুহানা খানের সম্পত্তির পরিমাণ ঠিক কতটা বা তিনি নিজে কত কোটি টাকার সম্পত্তির মালিক? এক্ষেত্রে বলা যায় সুহানা ১৩-১৪ কোটি টাকার সম্পত্তির অধিকারী। অন্যদিকে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সুহানা। ডেবিউ ছবি 'কিং'-এ বাবা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা।
বলিউডের স্বনামধন্য আরও এক অভিনেতা ভিকি কৌশলের ২০২৫ সালে মোট সম্পত্তির পরিমাণ ১৪০ কোটি টাকা। শোনা যায় গত বছর অর্থাৎ ২০২৪ সালে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪১ কোটি টাকা।
সইফপুত্র ইব্রাহিম আলি খান অভিনয় করেছেন এখনও পর্যন্ত দু'টি ছবিতে। কিন্তু ইব্রাহিম মোট কত পরিমাণ সম্পত্তির অধিকারী তা নিয়ে শোনা যায় যে, সইফপুত্রের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০-৫০ কোটি টাকা।
অভিনয়ের পাশাপাশি সমানতালে তিনি নিজে একজন 'বিজনেস ওম্যান'। তিনি আর কেউ নন অভিনেত্রী কৃতি স্যানন। এছাড়াও 'ব্লু বাটারফ্লাই' নামে নিজের একটি প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর। এবং তাঁর নিজস্ব ব্র্যান্ডের নাম 'হাইফেন'। সব মিলিয়ে অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮২ কোটি টাকা।
Published By: Arani BhattacharyaPosted: 05:22 PM Oct 10, 2025Updated: 05:35 PM Oct 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
