Advertisement
সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট, কারা কারা সম্মানিত হলেন?
ইংল্যান্ড সফরে ভারতের জাতীয় দলে থাকা আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে।
শনিবার ধনধান্য অডিটোরিয়ামে সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। ওই অনুষ্ঠান উপলক্ষে রীতিমতো চাঁদার হাট বসে।
সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
সেখানে আকর্ষণের কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য। তাঁর হাতে তুলে দেওয়া হয় জীবনকৃতি পুরস্কার।
Published By: Subhajit MandalPosted: 08:58 PM Aug 30, 2025Updated: 08:58 PM Aug 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
