Advertisement
চেরিফুলের রংবাহার, হেমন্তে কালিম্পংয়ের এই গ্রামে যেন ভরা বসন্ত
ক্রমশ বাড়ছে পর্যটকদের ভিড়।
শুধু সিকিম নয়। চেরিফুলের রংবাহারে যেন ভরা বসন্ত এখন কালিম্পং পাহাড়েও। সিকিমের টেমি চা বাগানের মতোই গোলাপি, লাল ও সাদা ফুলে সেজেছে কালিম্পংয়ের সামাবিয়ং গ্রাম।
সিকিমের মতো এখানে সরকারি উদ্যোগে উৎসবের আয়োজন না হলেও এমন নৈসর্গিক দৃশ্য উপভোগের সুযোগ হাতছাড়া হতে দিতে রাজি নয় অনেকেই। তাই ক্রমশ বাড়ছে পর্যটকদের ভিড়।
সিকিমের টেমি চা বাগান ও সংলগ্ন এলাকায় ২০১৭ সাল থেকে আয়োজিত হচ্ছে 'চেরি ব্লসম অটাম ফেস্টিভাল'। এবারও চলছে। সরকারিভাবে উৎসবের আয়োজন না হলেও কালিম্পং জেলার সামাবিয়ং চা বাগান ঘিরে একই আমেজ তৈরি হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ছয় হাজার ফুট উঁচু সামাবিয়ং চা বাগান এখন চেরিফুলের সমারোহে যেন রূপকথার দেশ।
এখানেও শুরু হয়েছে অঘোষিত চেরি ব্লসম অটাম ফেস্টিভাল। আলগাড়া-২ ব্লকের সামাবিয়ং টি এস্টেটের সবুজ পাহাড়ি ঢাল জুড়ে গোলাপি চেরি ফুল। ক্যানভাসে আকা ছবির মতো ওই সৌন্দর্য উপভোগের জন্য ভিড় জমিয়েছেন অনেকেই। তবে সেটা সিকিমের টেমি চা বাগানের মতো নয়। প্রায় ৪০ ফুট উঁচু চেরি গাছে নভেম্বরের শুরু থেকে ফুল ফুটতে শুরু করে। রং লাল, সাদা এবং হালকা গোলাপি।
অন্তত তিন সপ্তাহ ফুলে ঢেকে থাকে গাছ। ঝান্ডি থেকে শেরপাগাঁও হয়ে লাভা যাওয়ার পথও অপরূপ হয়ে ওঠে গোলাপি চেরির জন্য। ঝান্ডির রিসর্ট মালিক রাজেন প্রধান বলেন, "সিকিমের মতো এখনেও সরকারি ভাবে চেরি ব্লসম অটাম ফেস্টিভাল হলে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় বাড়বে। স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।"
Published By: Suhrid DasPosted: 12:54 PM Nov 19, 2025Updated: 12:55 PM Nov 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
