Advertisement
মহাকাশ-বর্জ্যে চূর্ণ হতে পারে মহাকাশযান! অন্তরীক্ষে 'বন্দি' তিন চিনা নভশ্চর
৯ মাস অন্তরীক্ষে আটকে থাকা সুনীতা উইলিয়ামসকে মনে করাচ্ছেন চিনা মহাকাশচারীরা।
বারবার সম্ভাবনা তৈরি হলেও শেষপর্যন্ত সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফিরতে ফিরতে লেগে গিয়েছিল ২৮৬ দিন। গোটা দেশ উদ্বেগে কাটিয়েছিল দিনগুলো। সেই ঘটনাকেই মনে করাচ্ছেন চিনের তিন নভশ্চর। তাঁরাও আটকে পড়েছেন অন্তরীক্ষে। আপাতত চিনা স্পেস স্টেশন তিয়ানগং-এ দিন কাটছে তাঁদের।
কিন্তু কেন তাঁরা আটকে পড়েছেন? জানা যাচ্ছে, বুধবারই তাঁদের পৃথিবীর উদ্দেশে রওনা দেওয়ার কথা। কিন্তু শেনঝৌ-২০ নামের যে স্পেসশিপে তাঁদের ফেরার কথা, সেটির সঙ্গে মহাকাশ-বর্জ্যের ধাক্কা লাগার তুমুল আশঙ্কা রয়েছে। আর সেক্ষেত্রে ঘটে যেতে পারে বিরাট দুর্ঘটনা!
সেই কারণেই চেন ডং, চেন ঝনগ্রুই ও ওয়াং জি নামের ওই তিন চিনা মহাকাশচারীর ফেরা স্থগিত করে দেওয়া হয়েছে। চিনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এমনটাই জানানো হয়েছে।
গত এপ্রিলে ওই তিন চিনা নভশ্চর পৃথিবী থেকে পাড়ি দিয়ে পৌঁছে যান চিনা মহাকাশ স্টেশনে। এবার তাঁদের ফেরার পালা। এদিকে তাঁদের পরিবর্তনে যাঁদের এবার থাকার কথা সেখানে, তাঁরাও পৌঁছে গিয়েছেন সেখানে। প্রথা মেনে তাঁদের হাতে স্পেস স্টেশনের চাবি তুলেও দেন চেন ডং, চেন ঝনগ্রুই ও ওয়াং জি-রা। কিন্তু এরপরই জানা যায়, তাঁদের ফেরা হচ্ছে না।
Published By: Biswadip DeyPosted: 04:11 PM Nov 05, 2025Updated: 04:11 PM Nov 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
