Advertisement
মেসির দ্বিগুণ রোজগার রোনাল্ডোর, সর্বোচ্চ আয়ের তালিকায় আর কোন ক্রীড়াবিদ?
পর্তুগিজ কিংবদন্তি শীর্ষ দশ ক্রীড়াবিদদের তালিকায় সবার উপরে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। ফুটবলের ইতিহাসে সেরা কে, তা নিয়ে বিভক্ত হয়ে যায় বিশ্ব। কেউ এগিয়ে রাখেন রোনাল্ডোকে, কেউ মেসিকে। কিন্তু আয়ের দিক থেকে সব সময় মেসিকে টেক্কা দেন রোনাল্ডো। এমন তথ্য আবারও উঠে এসেছে ইংল্যান্ডের ওয়েবসাইট বেস্টবেটিংঅফার্সে। সেখানে দেখা গিয়েছে, মেসির থেকে রোনাল্ডোর আয় দ্বিগুণ। রোনাল্ডোই শীর্ষ দশ ক্রীড়াবিদদের তালিকায় সবার উপরে। আর মেসি আছে তৃতীয় স্থানে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ফুটবল): গত বছর পর্তুগিজ কিংবদন্তির আয় ছিল ১৯ কোটি ২৪ লাখ পাউন্ড। মনে করা হচ্ছে, সৌদি ক্লাব আল নাসের থেকে বিশাল অঙ্কের বেতনই তাঁকে সবার উপরে রেখেছে। তাছাড়া স্পনসরশিপ থেকে আয় তো রয়েইছে। গত বছর প্রতি সেকেন্ডে তাঁর আয় ছিল ৬.১০ পাউন্ড।
জন র্যাম (গলফ): স্প্যানিশ এই পেশাদার গলফারের বার্ষিক আয় ১৬ কোটি ৩২ লাখ পাউন্ড। তিনি সৌদির লিভ গলফের অন্যতম প্রতিযোগী। সেখান থেকে বিপুল অঙ্কের বিনিয়োগে তিনি গলফের জগতে অন্যতম ধনকুবের।
লিওনেল মেসি (ফুটবল): গত বছর ৯ কোটি ৯৯ লাখ পাউন্ড আয় করেছিলেন তিনি। এখন তিনি ইন্টার মায়ামিতে। তাঁর আয়ের একটা বড় অংশ তাঁকে শীর্ষ তিনে তুলেছে। তাছাড়া বেশ কিছু জায়গায় বিনিয়োগ রয়েছে মেসির। সেখান থেকেও মোটা অঙ্কের অর্থ ঢোকে তাঁর অ্যাকাউন্টে।
লেব্রন জেমস (বাস্কেটবল): ‘কিং জেমস’ খ্যাত এই ক্রীড়া ব্যক্তিত্বের গত বছর বার্ষিক আয় ছিল ৯ কোটি ৪৮ লাখ পাউন্ড। এনবিএ-জগতের এই কিংবদন্তির বেশ কিছু প্রতিষ্ঠানের পার্টনারশিপ রয়েছে। সেটাও তাঁর আয়ের উৎস।
জিয়ানিস অ্যানটেটোকুম্পো (বাস্কেটবল): তাঁর বার্ষিক আয় ছিল ৮ কোটি ২১ লাখ পাউন্ড। এর অর্ধেক আয় তিনি করেছেন মাঠের বাইরের স্পনসরশিপ থেকে। নাইকির সঙ্গে তাঁর চুক্তিও রয়েছে।
কিলিয়ান এমবাপে (ফুটবল): ফরাসি এই ফুটবল তারকার গত বছর বার্ষিক আয় ছিল ৮ কোটি ১৪ লাখ পাউন্ড। ৬ বছর বয়সি এই ফুটবলার এই তালিকায় সর্বকনিষ্ঠ। রিয়াল মাদ্রিদের সঙ্গে বিরাট অঙ্কের চুক্তিতে সই তাঁকে এই তালিকায় রেখেছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
নেইমার (ফুটবল): গত বছর তাঁর বার্ষিক আয় ৭ কোটি ৯৯ লাখ পাউন্ড। চোটের কারণে কেরিয়ারের অনেকটা সময় মাঠের বাইরে কেটেছে তাঁর। তা সত্ত্বেও আয় কমেনি। এই তালিকায় ব্রাজিলিয়ান তারকা সপ্তম স্থানে। এখন তিনি খেলছেন শৈশবের ক্লাব সান্তোসের হয়ে।
করিম বেঞ্জেমা (ফুটবল): ২০২৩ সালে তিনি সৌদি ক্লাআব আল ইত্তেহাদে সই করেন। গত ছর ৭ কোটি ৮৪ লাখ পাউন্ড আয় করেছিলেন জার্মান এই ফুটবলার। সৌদি প্রো লিগ থেকে অভূতপূর্ব বিনিয়োগের ফলেই তালিকায় অষ্টম স্থানে রেখেছে তাঁকে।
Published By: Prasenjit DuttaPosted: 06:39 PM Sep 13, 2025Updated: 09:44 PM Sep 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
