Advertisement
সূর্যের অভিকর্ষকেও পাত্তা দিচ্ছে না 3I/ATLAS! 'ভিনগ্রহীদের যান...', বলছেন হার্ভার্ডের বিজ্ঞানী
কী বলছে NASA?
3I/ATLAS। মহাকাশের এই 'আগন্তুক'কে ঘিরে কৌতূহল বাড়ছে! তার 'অস্বাভাবিক' আচরণ ঘিরে নানা কনস্পিরেসি থিয়োরির জন্ম হচ্ছে। একে তো সে ঘনঘন রং বদলেছে, তার উপর সূর্যের অভিকর্ষকেও উপেক্ষা করেছে। ফলে প্রশ্ন উঠছে, আদৌ এটা ধূমকেতু! নাকি আসলে এটা ভিনগ্রহীদের যান?
এই ব্রহ্মাণ্ডে পৃথিবীতেই একমাত্র জীবের অস্তিত্ব রয়েছে, মানুষ বরাবরই এমন ধারণায় অবিশ্বাস করে এসেছে। বরং সে খুঁজে বেরিয়েছে তার দোসরকে। কিন্তু বুদ্ধিমান তো বটেই, একেবারে আণুবীক্ষণিক ভিনগ্রহীরও সন্ধান মেলেনি। তাই যখন কোনও সন্ধান মেলে, সঙ্গে সঙ্গে তা নিয়ে কৌতূহল তুঙ্গে ওঠে। আর সেই কারণেই 3I/ATLAS আপাতত আলোচনার কেন্দ্রে।
গত ১ জুলাই 3I/ATLAS-এর সন্ধান মেলে প্রথমবার। তখনই বিজ্ঞানীরা জানান, এটি আসলে ইন্টারস্টেলার বস্তু। অর্থাৎ এর উৎস সৌরজগতের বাইরে কোথাও। যা আমাদের সৌর পরিবারে প্রবেশ করার পর থেকে ছুটে চলেছে। আর প্রায় প্রথম থেকেই এই বস্তুটির স্বরূপ কী, তা নিয়ে চলছে তর্ক।
হার্ভার্ডের বিজ্ঞানী অ্যাভি লোবের বিস্ফোরক দাবিতে এই নিয়ে চর্চা তুঙ্গে। তিনি জানিয়েছেন, থেকে উজ্জ্বলতা ও রং বদলাচ্ছে ৩আই/অ্যাটলাস। এমনকী সূর্যের চেয়েও উজ্জ্বল নীলরঙা হয়ে উঠতে দেখা যায় তাকে। এটা একেবারেই অস্বাভাবিক।
লোব সাহেব বলছেন, ধূমকেতুর মধ্যে থাকা ধুলোর কারণে সেটি সাধারণ লালবর্ণ ধারণ করে। সেখানে এই ইন্টারস্টেলার বস্তুটি এমন নীল হয় কী করে? এখানেই ঘনাচ্ছে রহস্য।
মঙ্গলের অস্বাভাবিক কাছ দিয়ে চলে গিয়েছিল ধূমকেতুটি। এটাও ভাবাচ্ছে বিজ্ঞানীদের। এছাড়াও সূর্যের অভিকর্ষ টান উপেক্ষা করে সৌরজগতের কর্তার সঙ্গে দূরত্ব বাড়াতে দেখা যায় তাকে। এই পরিস্থিতিতে সত্য গোপন করার অভিযোগে লোব বিদ্ধ করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাকে। লোবের পরিষ্কার দাবি, এটা আসলে ভিনগ্রহীদের যান!
Published By: Biswadip DeyPosted: 04:17 PM Nov 01, 2025Updated: 04:17 PM Nov 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
