Advertisement
খাঁ খাঁ তিলোত্তমার রাস্তা, শিকলে বাঁধা ট্রেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের
প্রশাসনের নির্দেশ মেনে পর্যটক শূন্য হয়েছে দিঘা। ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরেছেন সকলে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত পুলিশ-প্রশাসন। মাইকিং করে ফাঁকা করে দেওয়া হয়েছে দিঘার সমুদ্র সৈকত।
একের পর এক দোকান বন্ধ। দিঘার সমু্দ্রের পাশের যে দোকান চত্বর পর্যটকদের ভিড়ে সবসময় গমগম করে। সেই এলাকাই এদিন শুনশান। হাতে গোনা দু-চারজনের দেখা মিলছে কখনও কখনও।
Published By: Tiyasha SarkarPosted: 07:21 PM Oct 24, 2024Updated: 07:24 PM Oct 24, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
