Advertisement
খেলা থেকে আয়, স্ত্রীর খোরপোশে মোটা ব্যয়, কত সম্পত্তির মালিক শামি? জন্মদিনে রইল খতিয়ান
৩৫ বছরে পা দিলেন তারকা পেসার।
৩৫ বছরে পা দিলেন মহম্মদ শামি। ভারতীয় তারকা পেসার সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে নেই। ভোগাচ্ছে চোট-আঘাত। ব্যক্তিগত জীবনও কিছুটা টালমাটাল। তারপরও টিম ইন্ডিয়ার ভরসা হয়ে ওঠার জন্য লড়াই চালাচ্ছেন তারকা পেসার। জন্মদিনে রইল শামির রেকর্ড সম্পত্তির খতিয়ান।
বছরের পর বছর ধরে, শামি অসাধারণ সাফল্যের তালিকা তৈরি করেছেন। ভারতীয়দের মধ্যে সেরা ওয়ানডে বোলিং পরিসংখ্যান (৭/৫৭), বিশ্বকাপ নকআউটে সেরা পরিসংখ্যান তাঁর দখলে। আইসিসি টুর্নামেন্টে পাঁচবার পাঁচ উইকেট শিকার করা একমাত্র বোলার তিনি।
দ্রুততম ১০০, ১৫০ এবং ২০০ ওয়ানডে উইকেট শিকারী ভারতীয়, বিশ্বকাপে হ্যাটট্রিক করা দ্বিতীয় ভারতীয় মহম্মদ শামি। আবার ২৮ উইকেট নিয়ে ২০২৩ সালের আইপিএল পার্পল ক্যাপের বিজয়ী হয়েছিলেন। সব মিলিয়ে ১০৮ ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা ২০৬।
শামির মোট সম্পদের পরিমাণ ৫৫-৬৫ কোটি টাকা বলে অনুমান। মূলত বিসিসিআইয়ের চুক্তি, আইপিএল বেতন, ব্র্যান্ড চুক্তি এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ থেকে তিনি আয় করেন।
বিসিসিআইয়ের চুক্তি তালিকায় গ্রেড 'এ' খেলোয়াড় হিসেবে শামি বোর্ড থেকে প্রতি বছর ৫ কোটি টাকা আয় করেন। রিপোর্ট অনুযায়ী, তাঁর ম্যাচ অনেকটা এরকম- টেস্ট ম্যাচে ১৫ লক্ষ টাকা, ওয়ানডেতে ৬ লক্ষ টাকা, টি-টোয়েন্টিতে ৩ লক্ষ টাকা।
তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেও এশিয়া কাপের দলে সুযোগ পাননি। টেস্টে কার্যত বাদ পড়েছেন। সম্প্রতি চোটও পেয়েছেন শামি। ফলে আবার কবে তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে, সেটা নিয়ে সংশয় আছে।
শামির ব্যক্তিগত জীবনও সমস্যায় জর্জরিত। দীর্ঘদিন ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলছে মহম্মদ শামি ও স্ত্রী হাসিন জাহানের। স্বামীর বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য হিংসার মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন হাসিন। সেই নিয়ে টানাপোড়েন এখনও চলেছে।
প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মোটা অঙ্কের মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে নাবালিকা মেয়ের রক্ষণাবেক্ষণের জন্যও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয় শামিকে। যার পরিমাণ ৪ লক্ষ টাকা।
Published By: Arpan DasPosted: 04:54 PM Sep 03, 2025Updated: 04:54 PM Sep 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
