Advertisement
চাহাল ভুল করলেও দাঁড়িয়েছিলেন পাশে, আফসোস সত্ত্বেও ফের একই পথে হাটছেন ধনশ্রী?
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্সের পর ছ’মাস অতিক্রান্ত।
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্সের পর ছ’মাস অতিক্রান্ত। কিন্তু বিতর্ক আর থামছে কোথায়? ডিভোর্স অধ্যায় নিয়ে ফের মুখ খুলেছেন ধনশ্রী। তাঁর দাবি, চাহাল ভুল করলেও নাকি তিনি চাহালের পাশে ছিলেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ধনশ্রী। সেখানে আরবাজ প্যাটেলের সঙ্গে আলাপচারিতায় তিনি নিজের জীবনের 'দুঃখের' কথা ভাগ করে নেন। আরবাজের বান্ধবী নিক্কি তাম্বোলি নাকি ধনশ্রীকে পছন্দ করেন না। তবু বিপদকালে আরবাজের পাশেই থাকেন ধনশ্রী।
আসলে তিনি সবসময় অন্যের পাশে থাকার চেষ্টা করেন। যেরকম ভাবে চাহাল ভুল করলেও পাশে থাকতেন। সেই প্রসঙ্গে পুরনো অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি বলেন, "আমি আজীবন এটাই করে এসেছি। এমনকী যখন আমার জীবনসঙ্গী ভুল করত, তখন আমি তাঁর পাশে থাকতাম। কিন্তু এখন আমার আফসোস হয়। তাই আমি সেই ভুলের পুনরাবৃত্তি চাই না।"
তিনি আরও বলেছেন, বিয়ের পর অনেক কিছু বদলে গিয়েছিল। চাহালের আচরণে পরিবর্তন দেখতে পেয়েছিলেন। তবে, একাধিক সুযোগ এবং একশো শতাংশ দেওয়ার পরেও, ধনশ্রী বুঝেছিলেন যে 'সব শেষ' হয়ে গিয়েছে।
বিয়ের দু’মাসের মধ্যে হাতেনাতে নাকি চাহালের পরকীয়া সম্পর্কে জানতে পারেন। আর তারপর থেকেই সম্পর্কের অবনতি। এর আগে ধনশ্রী বলেছিলেন, “বিয়ের দু’মাসের মাথায় হাতেনাতি ধরি ওর পরকীয়া। প্রথম বছরেই বুঝতে পারি সম্পর্ক আর রাখা যাবে না।”
বিবাহবিচ্ছেদের দিন আদালত চত্বরে চাহাল যে কালো টি-শার্টটা পরে আসেন, তাতে লেখা ছিল, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। সম্ভবত ধনশ্রীর ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশকে ব্যঙ্গ করেছিলেন তিনি।
Published By: Arpan DasPosted: 07:25 PM Oct 07, 2025Updated: 07:25 PM Oct 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
