Advertisement
হানিমুনে দিলীপ ঘোষ! সমুদ্র সৈকতে হাতে হাত, স্ত্রী রিঙ্কুর জন্মদিন সেলিব্রেশন, দেখুন ছবি
সমুদ্র সৈকতে সময় কাটালেন যুগলে।
৬০ বছর পেরিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার। বিয়ে নিয়ে সর্বত্র হইচই হয়। এবার 'হানিমুন'টাও সেরে ফেললেন গেরুয়া নেতা।
২৪ নভেম্বর ছিল রিঙ্কু মজুমদারের জন্মদিন। আর ২৩ থেকে ২৮ নভেম্বর নীল সাগরের দ্বীপ আন্দমান ও নিকোবর দ্বীপপুঞ্জে 'কোয়ালিটি টাইম' কাটালেন দিলীপ-রিঙ্কু জুটি।
স্বদেশি আন্দোলনের বেদনার স্মৃতি সেলুলার জেল যেমন ঘুরে দেখেন, তেমনই বিভিন্ন দ্বীপের সিবিচে সময় কাটান যুগলে। আর পাঁচ জন স্বামী-স্ত্রীর মতোই সাগরতীরে ঘনিষ্ঠ হয়ে ছবি তোলেন।
এই দিলীপ ঘোষ একজন কর্তব্যপরায়ণ স্বামী। প্রেমিক বললেও ভুল বলা হয় না। একাধিক সমুদ্র সৈকতে হাসিমুখে রিঙ্কুর হাতে হাত রেখে ছবি তোলেন বঙ্গ রাজনীতির 'লৌহপুরুষ'।
Published By: Kishore GhoshPosted: 12:25 AM Dec 01, 2025Updated: 12:25 AM Dec 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
