Advertisement
তিন বিয়ে, তিন সন্তান, জানেন কত কোটির মালিক করিশ্মার প্রাক্তন স্বামী?
সঞ্জয় কাপুরের ব্যক্তিগত জীবনেও কম টুইস্ট নেই।
বৃহস্পতিবার যখন বিমান দুর্ঘটনার খবরে সারা দেশের মন খারাপ। ঠিক তারই মাঝে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী পোলো খেলতে খেলতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এইসময় তিনি ছিলেন লন্ডনে।
২০০৩ সালে করিশ্মা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয়। তবে করিশ্মাই তাঁর প্রথম স্ত্রী নন। তাঁর আগে এবং করিশ্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেও বিয়ের পিঁড়িতে বসেছেন সঞ্জয়। রয়েছে তিন সন্তান। কাপুর পরিবারের প্রাক্তন শিল্পপতি জামাইয়ের সম্পত্তির অঙ্ক ঠিক কত জানেন? জানলে চোখ কপালে উঠবে আপনার।
সোনা কমস্টারের চেয়ারম্যান সঞ্জয় কাপুর ছিলেন বিশ্বের ২৭০৩ ধনী ব্যক্তি। একইসঙ্গে সঞ্জয় ছিলেন ইভি ম্যানুফাকচারিং (EV) কোম্পানির কর্ণধারও। শিল্পপতি সঞ্জয় কাপুরের এই সংস্থার সম্পত্তির পরিমাণ ১০,৩০০ কোটি। এছাড়াও তাঁর স্থাবর অস্থাবর সব মিলিয়ে ৪০,০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
সঞ্জয় প্রথম গাঁটছড়া বাঁধেন নন্দিতা মেহেতানির সঙ্গে। সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র দু'বছর। ২০০৩ সালে সেই বিয়ে ভেঙে যায়।
ওই বছরেই করিশ্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সঞ্জয়। হন কাপুর'জামাই'। তবে সেই বিয়েও শেষ অবধি টেকেনি। ২০১৪ সালে আলাদা হন করিশ্মা ও সঞ্জয়।
২০১৬ সালে তাঁদের আইনত বিবাহ বিচ্ছেদ হয়। সেই বিয়ে ভাঙার পর গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন সঞ্জয়ের বিরুদ্ধে করিশ্মা।
Published By: Arani BhattacharyaPosted: 04:06 PM Jun 13, 2025Updated: 04:32 PM Jun 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
