Advertisement
বিপর্যয় কাটিয়ে চালু শিলিগুড়ি-মিরিক সংযোগকারী দুধিয়ার বিকল্প সেতু, স্বস্তিতে পর্যটকরা
পুজোর পর হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয় উত্তরবঙ্গের দুধিয়া সেতু।
মাত্র ১৬ দিনেই বাজিমাত। সোমবার থেকে খুলল দুধিয়ার বিকল্প সেতু। তার ফলে মিরিক এবং শিলিগুড়ির সংযোগ স্থাপন সম্ভব হয়েছে।
মোটরবাইক এবং যাত্রীবাহী গাড়ি আপাতত এই বিকল্প সেতু দিয়ে চলাচল করতে পারবে। আপাতত বন্ধ পণ্যবাহী যানবাহন চলাচল।
এই সেতু দিয়ে যানচলাচল শুরু হওয়ায় রেহাই পেলেন স্থানীয়রা। পর্যটকরাও যে বিশেষ সুবিধা পাবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
পুজোর পর হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয় উত্তরবঙ্গের দুধিয়া সেতু। তার ফলে শিলিগুড়ি ও মিরিকের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ঘুরপথে পৌঁছতে হচ্ছিল সকলকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে বিকল্প দুধিয়া সেতু তৈরির পরিকল্পনার কথা জানান। সেই অনুযায়ী কাজ শুরু হয়। মাত্র ১৬ দিনের মধ্যে শেষ হয় বিকল্প সেতু নির্মাণের কাজ।
Published By: Sayani SenPosted: 12:29 PM Oct 27, 2025Updated: 12:29 PM Oct 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
