Advertisement
'চোখে জল আসে', একডালিয়ায় সুব্রত-স্মরণ মমতার! তৃতীয়ায় একাধিক পুজোর উদ্বোধন
দক্ষিণ কলকাতার একাধিক নামী পুজোমণ্ডপ খুলে গেল মুখ্যমন্ত্রীর হাত ধরে।
পুজো আসছে নয়, পুজো এসে গিয়েছে। দেবীপক্ষের আজ তৃতীয়া। দিকে দিকে উমা আগমনের প্রস্তুতি সারা। শুধু বোধনের অপেক্ষা। যদিও এখন দুর্গাপুজোর মরশুম বেশ দীর্ঘ। কলকাতার নামী পুজোমণ্ডপগুলিতে তো এখন থেকেই ভিড়। আগেভাগে দেবীদর্শনে পুজোর ভরপুর মেজাজ টের পাওয়া যায়। বুধবার শহরের বেশ কয়েকটি নামী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়ে, মন্ত্রোচ্চারণ করে উৎসবের শুভেচ্ছাবার্তার পাশাপাশি তিনি বললেন শান্তি ও সম্প্রীতির কথা। নিজস্ব ছবি।
বালিগঞ্জের দুই বিখ্যাত পুজো একডালিয়া এভারগ্রিন ও সিংহী পার্ক একেবারে মুখোমুখি। দুয়েরই বিশেষ আকর্ষণ সাবেকিয়ানা। বুধবার দুপুরে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক দেবাশিস কুমার-সহ পুজো উদ্যোক্তারা। একডালিয়া এভারগ্রিনের পুজো প্রয়াত মন্ত্রী তথা তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। এদিন সেই পুজোর সূচনায় প্রিয় 'সুব্রতদা'কে স্মরণ করে আবেগে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি।
সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী দেবীকে পাশে নিয়ে মমতা বললেন, ''সুব্রতদার কথা খুব মনে পড়ে আমার। তাঁর একটা ছবি আছে আমার কাছে। সেটা দেখলেই আমার চোখে জল আসে। সুব্রতদা অকালপ্রয়াত। এটা হওয়ার কথা ছিল না।'' সুব্রত মুখোপাধ্যায় বরাবর চাইতেন তাঁর পুজোর উদ্বোধন করুন মমতা। সেকথা মনে করে বললেন, ''সুব্রতদা পুজোর সাতদিন আগে থেকে আমাকে বলতেন, কবে ডেট দিবি? আমি বলতাম, অনেক পুজো আছে, ঠিক চলে যাব।''
একডালিয়া এভারগ্রিনের পর উলটোদিকে সিংহী পার্কের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখানকার দশভুজা একচালার, সাবেকি। প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্প অর্পণ করেন। তৃতীয়াতেই এই পুজোমণ্ডপ খুলে দিলেন দর্শনার্থীদের জন্য।
বালিগঞ্জ কালচারাল ক্লাবের পুজোর উদ্বোধন হয়ে গেল বুধবার। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার, সাংসদ মালা রায়। এখানকার মণ্ডপে হালকা রঙের আধিক্য, ছিমছাম। দশভুজা এখানে উপবিষ্ট।
বালিগঞ্জের তিনটি পুজো উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী চলে শহরের আরেক নামী পুজো ত্রিধাারা সম্মিলনীতে। সেখানে তাঁর সঙ্গে দেখা গেল দেবাশিস কুমারের কন্যা, নৃত্যশিল্পী-অভিনেত্রী দেবলীনা কুমারকে।
ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে প্রাচীনত্বের ছাপ। সেই রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। তার গাত্রবর্ণ কালচে। শিল্পীর চোখে দেখা দশভুজার অন্য রূপ এখানকার মূল আকর্ষণ। ত্রিধারার ঠাকুর দেখে খুশি মুখ্যমন্ত্রী।
দক্ষিণ কলকাতার আরেক বিখ্যাত পুজো সমাজসেবী সংঘ। বুধবার সেখানকার দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে স্থানীয় বিধায়ক, কাউন্সিলর ছাড়াও ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বসু। নিজস্ব ছবি।
এবছর সমাজসেবী সংঘের মণ্ডপ ও প্রতিমায় মাটির টান। অনেকটা গ্রামের বাড়ির দালানের মতো জায়গায় সপরিবার দেবী দুর্গাকে স্থাপন করা হয়েছে। তার আদলও বাড়ির মেয়ের মতো। আসলে তো উমা এসেছেন ঘরে ঘরে। সমাজসেবী সংঘ সেই ছবিই তুলে ধরেছে।
Published By: Sucheta SenguptaPosted: 09:31 PM Sep 24, 2025Updated: 09:45 PM Sep 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
