Advertisement
টয় ট্রেনে চেপেই উমার কৈলাসযাত্রা! দার্জিলিংয়ে ধরা পড়ল বিসর্জনের অন্য ছবি
অভিনব ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পাহাড়ের সাধারণ মানুষের মধ্যেও।
দশমীর তিথি পড়তেই জায়গায় জায়গায় দেবী দুর্গার নিরঞ্জন শুরু হয়ে যায়। দার্জিলিং জেলাতেও গতকাল, বৃহস্পতিবার বিসর্জন চলে। নিরঞ্জনের এক অন্য ছবি ধরা পড়ল শৈলশহরে।
লরি, ট্রাক, নৌকা নয়- দার্জিলিংয়ে দেবীর বিসর্জন শোভাযাত্রা হল ঐতিহ্যবাহী টয় ট্রেনে। সেই অভিনব ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পাহাড়ের সাধারণ মানুষের মধ্যেও। টয় ট্রেনে চেপেই উমার কৈলাসযাত্রা!
এই বছর ১১১ বছরে পড়েছে দার্জিলিংয়ের এনএনবিএইচ হল শ্রী মন্দিরের দুর্গাপুজো। এবার যথেষ্ট জাঁকজমকপূর্ণভাবেই এই পুজো হয়। পাহাড়ের মানুষজন প্রতিবারের মতো এবারও এই পুজোয় শামিল হয়েছিলেন। গতকাল, বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন হয়। আর সেখানেও নতুনত্বের ছাপ দেখা গেল।
টয় ট্রেনে করে প্রতিমাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। দার্জিলিং থেকে প্রায় ১২ কিমি দূরে রংবুল এলাকায় প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। বাতাসিয়া লুপ পার হয়ে উচ্চতম রেল স্টেশন ঘুমে প্রতিমাকে নিয়ে যাওয়া হয়।
গোটা একটি টয় ট্রেন এই শোভাযাত্রার জন্য রিজার্ভ করা হয়েছিল। দুটি কামরায় পুজো কমিটির সদস্যরা ছিলেন। দেবী প্রতিমার জন্য একটি ট্রলি জোড়া হয়েছিল। সেখানেই প্রতিমাকে রাখা হয়। সেখানেও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পাহাড়ি রাস্তায় টয় ট্রেনটি দেখে অনেকেই থমকে গিয়েছেন। অনেকেই মোবাইল ফোন বার করে ভিডিও ও ছবি তুলতে থাকেন। রাস্তাতেই শারদ শুভেচ্ছা বিনিময় হয় সাধারণ মানুষদের মধ্যে।
Published By: Suhrid DasPosted: 05:44 PM Oct 03, 2025Updated: 06:34 PM Oct 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
