Advertisement
বেহালা থেকে খিদিরপুর, প্রতিপদে শহরের একাধিক পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
খিদিরপুর ২৫ পল্লী থেকে পুজো উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী।
বেহালা নূতন দলের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায়-সহ ক্লাবের পুজো উদ্যোক্তারা।
প্রতিপদে প্রদীপ জ্বালিয়ে খিদিরপুর ৭৪ পল্লী পুজোরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ পুজোর অন্যান্য উদ্যোক্তারা।
পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ''প্রতিবারই এখানে আসি। দেবী প্রতিমা এবং মাকে যে শাড়ি পরানো হয়েছে তা খুবই সুন্দর।''
খিদিরপুর ২৫ পল্লী থেকে পুজো উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই জিএসটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, ''জিএসটি কৃতিত্ব রাজ্যেরই। কেন্দ্রীয় সরকারের কোনও অবদান নেই”। শুধু তাই নয়, রাজ্যের জিএসটি কেটে নেওয়ায় বাংলা যে বিপুল রাজস্ব হারাচ্ছে তাও এদিন তুলে ধরেন তিনি। পাশাপাশি সম্প্রীতির বার্তা দিতেও দেখা যায় তাঁকে।
Published By: Kousik SinhaPosted: 09:22 PM Sep 22, 2025Updated: 03:55 PM Sep 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
