Advertisement
পোলাও-মাংস থেকে মাছের পাঁচ পদ, অষ্টমীর ভোগে বৈকুণ্ঠপুর রাজবাড়িতে এলাহি আয়োজন
জলপাইগুড়িতে ৫১৬ বছরের পুরনো দুর্গাপুজোর ছবি দেখুন।
দুর্গা অষ্টমী মানেই তুঙ্গে উৎসবের আমেজ। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি পর্ব মিটিয়ে সন্ধিপুজো। আর সন্ধ্যা ঘনিয়ে এলেই সবচেয়ে সুন্দর, জমকালো পোশাকটি পরে সদলবলে বেরিয়ে পড়া ঠাকুর দেখতে। ভিড় কাটিয়ে এ প্যান্ডেল থেকে ও প্যান্ডেলে দুর্গা দর্শন।
এসবের মাঝে অষ্টমীর ভোগ কিন্তু মাস্ট! তার জন্য অপেক্ষা করেন অনেকে। সাধারণত নিরামিষ ভোগ হয়ে থাকে। তবে ব্যতিক্রমও আছে। কোথাও কোথাও দুর্গা আমিষভোজী। তাই সেখানে মাছ-মাংস সহযোগে নানা আমিষ পদ সাজিয়ে ভোগ দেওয়া হয়। যেমন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি। এখানে দশভুজা বিশেষত মৎস্যপ্রিয়া। তাই অষ্টমীর ভোগে হরেক মাছের পদ থাকে এখানে।
বৈকুণ্ঠপুরের রাজবাড়ির পুজো ৫১৬ বছরের পুরনো। সপ্তমীর রাত বা অষ্টমী তিথির শুরুতে এই বাড়িতে শুরু হয় ‘অর্ধরাত্রির পুজো’। সপ্তমীর পুজো শেষে মাঝরাতে রাজবাড়ির ঠাকুর দালানে বেজে ওঠে কাঁসর-ঘণ্টা-শাঁখ। শুরু হয়ে যায় অষ্টমীর পুজো। পুজো শেষে ভোগ নিবেদন।
এবছরও অষ্টমীর দুপুরে আমিষ ভোগ নিবেদন করা হল বৈকুণ্ঠপুর রাজবাড়ির দেবী দুর্গাকে। পোলাও, খিচুড়ি, পাঁঠার মাংস তো আছেই। সঙ্গে রয়েছে ইলিশ, চিতল, কাতলা, চিংড়ি-সহ পাঁচ রকমের মাছের পদ। এছাড়া ভোগে রয়েছে চাটনি,দই, মিষ্টি।
এবছরও অষ্টমীর দুপুরে আমিষ ভোগ নিবেদন করা হল বৈকুণ্ঠপুর রাজবাড়ির দেবী দুর্গাকে। পোলাও, খিচুড়ি, পাঁঠার মাংস তো আছেই। সঙ্গে রয়েছে ইলিশ, চিতল, কাতলা, চিংড়ি-সহ পাঁচ রকমের মাছের পদ। এছাড়া ভোগে রয়েছে চাটনি,দই, মিষ্টি।
Published By: Sucheta SenguptaPosted: 04:08 PM Sep 30, 2025Updated: 04:08 PM Sep 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
