Advertisement
বৃষ্টি মাথায় নিয়েই জমজমাট রেড রোডের পুজো কার্নিভাল! গানের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রীও
পুজো কার্নিভালে অংশ নিয়েছিল অন্তত শতাধিক পুজো।
তিথি অনুযায়ী দশমী পেরিয়েছে তিন দিন আগেই! কিন্তু এ যেন, 'শেষ হয়ে হইল না শেষ'। রয়ে গিয়েছে উৎসবের রেশ। শেষ বেলায় পুজো কার্নিভালে মাতল তিলোত্তমা। বৃষ্টি মাথায় নিয়েই চলল রঙিন শোভাযাত্রা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, অন্যদিকে বিনোদন দুনিয়ার কলাকুশলীদের উপস্থিতি। কখনও পুজোর কার্নিভালে গানের তালে সবার সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী আবার কখনও উপভোগ করলেন শোভাযাত্রা।
শনিবার বিভিন্ন জেলায় পুজো কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। প্রতীক্ষা ছিল আজ রবিবার রেড রোডের 'মেগা শো'য়ের। তবে আশঙ্কা ছিল বৃষ্টির। কিন্তু সহায় হয়েছিলেন দেবী দুর্গা। ঝিরিঝিরি বৃষ্টি হলেও তেমন ভারী বৃষ্টি হয়নি। ফলে নাচে গানে জমাজমাট হয়ে ওঠে রেড রোডের পুজো কার্নিভাল।
পুজোর কার্নিভালে গানের তালে টলিউডের অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছিলেন অঙ্কুশ, ঐন্দ্রিলা সেন সহ একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন তারকা রাজনীতিকরাও। ছিলেন জুন মালিয়া, লাভলি মৈত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।
পুজো কার্নিভালে অংশ নিয়েছিল অন্তত শতাধিক পুজো। ছিল উত্তর থেকে দক্ষিণের একাধিক ক্লাব। ছিল শিল্পী সনাতন দিন্দার ভাবনায় তৈরি নলিন সরকার স্ট্রিটের মাতৃ প্রতিমাও।
Published By: Kousik SinhaPosted: 09:38 PM Oct 05, 2025Updated: 09:45 PM Oct 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
