Advertisement
দশমীর সিঁদুরখেলায় কীভাবে সাজবেন বুঝতে পারছেন না? রইল টিপস
কোন ধরনের গয়না পরবেন?
আসি আসি করে পুজো আসতেই যেন শেষ। চোখের নিমেষে এবার পালা উমা বিদায়ের। আর মা দুর্গার বিদায় মানে সিঁদুরখেলা। প্রায় প্রতিটি বাঙালি বিবাহিত মহিলা বিজয়া দশমীতে মেতে ওঠেন সিঁদুরখেলা। দেবী প্রতিমাকে বরণের পর একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন।
চিরাচরিত এই রীতিতে অংশ নিতে প্রায় প্রত্যেক বিবাহিত মহিলারা বিশেষ উৎসাহী। উমা বিদায়ে মনখারাপ হয় ঠিকই, তবে সাজগোজে কোনও খামতি যেন না থাকে, সেদিকে খেয়াল রাখেন সকলেই।
মন চাইলে সিঁদুরখেলায় লাল বেনারসিও পরতে পারেন। তার সঙ্গে মানানসই গয়নাগাটি পরলে মন্দ লাগবে না। তবে অবশ্যই সিঁদুরখেলার পর বেনারসি ড্রাই ওয়াশ করাতে ভুলবেন না। তাতে শাড়ির ক্ষতি হবে।
শাড়ির সঙ্গে অবশ্যই মানানসই গয়না পরতে ভুলবেন না। সোনার গয়নাগাটি পরতে পারেন। সঙ্গে শাঁখা-পলায় একেবারে সাবেকি সাজ।
দশমীর সাজ জমকালো হওয়াই ভালো। কারণ, সিঁদুরখেলার পর মুখ লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। লিকুইড ফাউন্ডেশন, ময়েশ্চারাইজার আর প্রাইমার অবশ্যই ব্যবহার করুন।
Published By: Sayani SenPosted: 07:09 PM Oct 01, 2025Updated: 07:48 PM Oct 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
