Advertisement
মহালয়ার আগে ডিভিসির ছাড়া জলে সর্বনাশ আসানসোলের ঘাটগুলিতে! দেখুন ভয়ংকর জলছবি
মহালয়ার দিন ঘাটগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
ঝাড়খণ্ডে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে। সেই জল ঢুকছে পশ্চিমবাংলায়। এদিকে টানা তিনদিন ধরে জল ছাড়ছে ডিভিসিও। ফলে নিচু এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।
বৃহস্পতিবার ডিভিসি থেকে ৪১ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে। শুক্রবার সকাল থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া শুরু করেছে ডিভিসি।
ডিভিসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাইথন ও পাঞ্চেত দুই জলাধারে জল বাড়ার ফলে জল ছাড়তে হচ্ছে। মাইথন জলাধার থেকে ১৭ হাজার কিউসেক ও পাঞ্চেত জলাধার থেকে ২৫ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া শুরু করেছে ডিভিসি।
লাগাতার জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উৎসবের মরশুমে ডিভিসির ছাড়া জলে আরও বেশি সমস্যায় পড়তে পারে দামোদরের নিম্ন অঞ্চলগুলি। এমনটাই অনুমান স্থানীয়দের। আশঙ্কায় দিন কাটাছেন নদী পাড়ের বাসিন্দারা।
এই আবহে রবিবার মহালয়া। নদীর ধারে তর্পণ করেন বহু মানুষ। তাই উদ্বিগ্ন রাজ্য প্রশাসনও। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে নজর রাখছে প্রশাসন।
এই রকম পরিস্থিতিতেই ঘাটে তর্পণ করতে গিয়ে তলিয়ে গিয়েছিলেন মন্ত্রী মলয় ঘটকের দাদা অসীম ঘটক। অতীত থেকে শিক্ষা নিয়ে মহালয়ার ভোরে ঘাটগুলিতে বিশেষ ব্যবস্থা রাখছে আসানসোল জেলা প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, সিসি ক্যামেরা সমস্ত কিছুর ব্যবস্থা রাখা হয়েছে ঘাটগুলিতে।
যে ঘাটগুলি বিপজ্জনক সেখানে সাধারণ মানুষকে যেতে দেওয়া হবে না। ব্যারিকেড করা হবে। মহালয়ার সকালে মাইকিংয়ে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। পুর প্রশাসনের তরফে জানানো হয়েছে যা যা করার তা আমরা করছি।
Published By: Subhankar PatraPosted: 06:02 PM Sep 19, 2025Updated: 09:10 PM Sep 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
