Advertisement
এল ক্লাসিকো ঝামেলায় কার্ভাহালকে 'আনফলো' পেদ্রি-ইয়ামালের, কেন মাদ্রিদ ছাড়ার 'হুমকি' ভিনির?
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ বিতর্কে কি স্পেন শিবিরেও ফাটল ধরবে?
ধুন্ধুমার বলে ধুন্ধুমার! ম্যাচ শেষ। তারপরই সান্তিয়াগো বার্নাব্যুর পরিবেশটাই হয়ে উঠল উত্তপ্ত। একে ওপরের দিকে তেড়ে যাচ্ছে অঙ্গভঙ্গি করে। চলল চোরাগোপ্তা ধাক্কাধাক্কি। উত্তপ্ত বাক্য বিনিময়। ম্যাচের পরও রেফারিকে বার করতে হল কার্ড! সবমিলিয়ে রবিবারের এল ক্লাসিকোর শেষটা হয়ে থাকল ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ।
ঘটনা অবশ্য সেখানেই শেষ হল না। পরে ঝামেলা গড়াল সোশাল মিডিয়ায়। প্রথমে রিয়ালের তারকা ডিফেন্ডার দানি কার্ভাহালকে আনফলো করলেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। পরে একই পথ ধরলেন বার্সার পেদ্রি। কার্ভাহাল স্পেনকে নেতৃত্ব দিয়েছেন। ফলে এল ক্লাসিকো ঘিরে স্পেনেও বিভাজন শুরু হয়ে গেল কি?
কার্ভাহালের জন্য আরও দুঃসংবাদ। মাঝে দীর্ঘসময় চোটে ভুগেছেন। এল ক্লাসিকোতে বদলি হিসেবে নেমেছিলেন। কিন্তু ফের চোট পেয়েছেন তিনি। জানা গিয়েছে অন্তত ৩ মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
শুধু কার্ভাহালের চোট নয়, রিয়ালকে ভাবাবেন ভিনিসিয়াস জুনিয়রও। বার্নাব্যুতে বার্সেলোনার বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কিন্তু তাঁকে তুলে নেওয়ায় অত্যন্ত বিরক্ত হন। মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। এখন জানা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ ছাড়তেও পারেন তিনি।
ভিনি সরাসরি কোচের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, "আমি? কোচ? কেন আমাকেই বারবার তোলা হয়? আমি রিয়াল ছেড়ে চলে যাব। এটাই সবথেকে ভালো হবে।" এই ব্যাপারে রিয়াল কোচ জাবিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ভিনিসিয়াস এই ম্যাচে দারুণ পারফর্ম করেছে। আমি আলাদাভাবে ওর সঙ্গে কথা বলব।"
তবে মূল চর্চায় লামিনে ইয়ামালকে নিয়ে বিতর্ক। বার্সার তরুণ তারকা রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা মোটেই ভালোভাবে নেননি রিয়াল ফুটবলাররা। তাঁরা জবাব দেওয়ার উপযুক্ত মঞ্চ খুঁজছিলেন। এমনিতেই বিতর্কিত মন্তব্য করার কারণে ম্যাচে সারাক্ষণ চাপে ছিলেন ইয়ামাল। ম্যাচের শেষদিকে চুয়ামেনিকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সা তারকা পেদ্রি।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের রিজার্ভ বেঞ্চে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। ভিনিসিয়াস জুনিয়র তাড়া করলেন ইয়ামালকে। সেই শুরু। ম্যাচের শেষের পর স্প্যানিশ তারকা দানি কার্ভাহাল বার্সা তারকা ইয়ামালকে বলে বসেন, 'তুমি বড্ড বেশি কথা বল। এবার তো কিছু বল।' যা শুনে ইয়ামাল কার্ভাহালকে বলেন, 'মাঠের বাইরে গিয়ে কথা বলবে চলো।'
ততক্ষণে দুই দলের ফুটবলাররা এসে যান। শুরু হয় হাতাহাতি। ইয়ামালকে আক্রমণ করতে ছাড়েননি জুড বেলিংহ্যামও। তিনি ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাসের ছবি পোস্ট করে নিচে ক্যাপশনে লিখে দেন, 'কথা বলে কিছু হয় না, কাজে করে দেখাতে হয়'।
ইয়ামালকে আক্রমণের জন্য বার্সা অধিনায়ক ফ্রেঙ্কি ডে জং কার্ভাহালকে দোষী সাব্যস্ত করেছেন। তিনি বলেছেন, "ওভাবে কার্ভাহাল সকলের সামনে ইয়ামালকে আক্রমণ নাও করতে পারত। ওরা একসঙ্গে স্পেনের হয়ে খেলে। পরে ডেকে ইয়ামালের সঙ্গে কথা বলতে পারত। মাঠের মধ্যে এই কাণ্ডটা না করলেই পারত।"
Published By: Arpan DasPosted: 05:44 PM Oct 28, 2025Updated: 05:44 PM Oct 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
