Advertisement
বলিউড থেকে দক্ষিণী বিনোদুনিয়া, এই হিট ছবিগুলির 'সিক্যুয়েল'ও বক্স অফিসে ঝড় তুলেছে, কেন?
কোন ছবি বিশ্বব্যাপী কত ব্যবসা করেছে জেনে নিন।
প্রিক্যুয়েল হোক বা সিক্যুয়েল 'পুষ্পা' সবসময়ই হিট। আল্লুর আদাহতে মজে দর্শক-অনুরাগীরা। উল্লেখ্য, 'পুষ্পা ২' বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাবসা করেছিল ১৭৮০ কোটি টাকা। যা অনায়াসে যে কোনও ছবির বক্স অফিস কালেকশনকে টেক্কা দিতে পারে।
সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ছবি 'কান্তারা: চ্যাপ্টার ১' একইভাবে দর্শকের মনে ছাপ ফেলেছে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'কান্তারা'র এই সিক্যুয়েল ইতিমধ্যেই দর্শকমনে ছাপ ফেলেছে এবং ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটির ব্যবসা করেছে এই ছবি।
প্রথম ফ্রাঞ্চাইজি হোক বা পার্ট থ্রি, সবেতেই ভুলভুলাইয়া সেরা। প্রতিবারই অক্ষয়কুমার বা কার্তিক আরিয়ান অভিনীত চরিত্র এই ছবিতে আলাদা মাত্রা যোগ করেছে বলা যায়। ছবির পার্ট থ্রি-ও একইভাবে বক্স অফিসে ছাপ ফেলেছিল। বিশ্বব্যাপী 'ভুলভুলাইয়া ৩' ছবির বক্স অফিস কালেকশন হয়েছিল ৪২১ কোটি টাকা।
'ধুম ৩'র কথা প্রসঙ্গে বলতে হয় প্রথম ফ্র্যাঞ্চাইজি থেকেই এই ছবির জনপ্রিয়তা তুঙ্গে। জন আব্রাহাম হোন বা হৃতিক রোশন বা আমির খান সব ফ্রাঞ্চাইজিই হিট। 'ধুম ৩' ছবিতেও নজর কেড়েছিলেন আমির খান, ক্যাটরিনা কাইফ। সঙ্গে ছিলেন উদয় চোপড়া, অভিষেক বচ্চন প্রমুখ। বিশ্বব্যাপী এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছিল ৫৫৮ কোটি টাকা।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'স্ত্রী ২' বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির প্রথমটি যেমন পছন্দ করেছিলেন দর্শক ঠিক সেভাবেই এই সিক্যুয়েলকেও একইরকম ভালোবাসা দিয়েছিলেন। তার ছাপ পড়েছিল বক্স অফিসেও। বিশ্বব্যাপী এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৮৮০ কোটি টাকা।
Published By: Arani BhattacharyaPosted: 07:38 PM Oct 12, 2025Updated: 07:38 PM Oct 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
