Advertisement
'মৃত' ভারতীয় ফুটবল, মুখ ফিরিয়ে বিশ্বকাপ নিয়ে মত্ত কল্যাণ-মাণ্ডব্য! নিরোর সঙ্গে তুলনা নেটিজেনদের
নেটিজেনদের তোপের মুখে মূলত দু'জন-ফেডারেশন সভাপতি এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
১২ বছর পরে ভারতে ফিরল বিশ্বকাপ। রবিবার দিল্লিতে ফেডারেশনের দপ্তরে ট্রফি উন্মোচন করলেন ব্রাজিলের বিশ্বজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে।
আগামী ১২ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০ জুলাই বিশ্বকাপ ফাইনাল খেলা হবে। সম্ভবত শেষবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিওনেল মেসি খেলতে নামবেন মেগা টুর্নামেন্টে। সেই নিয়ে ভারতের ফুটবলপ্রেমীরাও যথেষ্ট উত্তেজিত।
রবিবার ট্রফি উন্মোচনের মঞ্চে রাজনীতিবিদদেরই দাপট ছিল। ফেডারেশন সভাপতি নিজে বিজেপি নেতা। সঙ্গে ক্রীড়ামন্ত্রী ছাড়াও মঞ্চে দেখা যায় সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, রাজ্যসভা সাংসদ জয়ন্ত চৌধুরীরা ছিলেন।
ওই মঞ্চ থেকেই বিশ্বকাপের অফিশিয়াল স্পনসর কোকাকোলা ঘোষণা করেছে, আগামী তিন বছর ভারতের জাতীয় মহিলা ফুটবল দলকে স্পনসর করবে তারা। সেই সঙ্গে অনূর্ধ্ব ১৭ দলকে ইউরোপের বিভিন্ন দেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
কিন্তু ভারতীয় ফুটবলপ্রেমীদের একাংশ বলছেন, এ যেন রোম পোড়ার সময়ে নিরোর বেহালা বাজানোর দৃশ্য। দেশের শীর্ষ লিগ নিয়ে টানাপোড়েন অব্যাহত। দেশের ক্রীড়ামন্ত্রী শতাব্দীপ্রাচীন ক্লাবের নাম বলতে গিয়ে হোঁচট খাচ্ছেন। সেই দেশে বিশ্বকাপ এলেও কি ফুটবলের বেহাল দশা ঘুচবে?
নেটিজেনদের তোপের মুখে মূলত দু'জন-ফেডারেশন সভাপতি এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তাঁদের হাতে বিশ্বকাপ ট্রফির উন্মোচন মোটেই মেনে নিতে পারেননি ভারতের ফুটবলপ্রেমীরা। নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
এক নেটিজেনের কথায়, 'এরা নিজের দেশের ফুটবল লিগ শুরু করতে পারছে না। কিন্তু ট্রফি উন্মোচন ঘিরে উৎসব চলছে রীতিমতো। জুমলাবাজি চলছে ফুটবল নিয়ে।'
ক্ষোভ উগরে দিয়ে অন্য নেটিজেনদের বক্তব্য, 'ট্রফি উন্মোচন করতে পারছে কিন্তু ভারতীয় লিগের সমস্যা মেটাতে পারছে না।' কেউ বা বলছেন, ভারত শুধু ট্রফি উন্মোচনই করতে পারে, জিততে পারবে না।'
দিনকয়েক আগে ইএসএল শুরুর ঘোষণা করার সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের নাম বলতে গিয়ে ‘মোহনবেগান’ ও ‘ইস্টবেগান’ বলে বসেন মাণ্ডব্য। তা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে নেটদুনিয়ায়।
Published By: Anwesha AdhikaryPosted: 05:07 PM Jan 11, 2026Updated: 05:07 PM Jan 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
