shono
Advertisement
Virat Kohli

ক্লাস ইজ পার্মানেন্ট, নতুন বছরে মাঠে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

লিটল মাস্টার শচীনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ যেমন ছিল, তেমনই ছিল আরও নজির ভাঙার হাতছানি।
Published By: Prasenjit DuttaPosted: 08:39 PM Jan 11, 2026Updated: 11:16 PM Jan 11, 2026

রেকর্ড এবং বিরাট কোহলি যেন একে অপরের সমার্থক। দক্ষিণ আফ্রিকা সিরিজের একমাস পর ওয়ানডে'তে নেমেই ফের সুপারহিট কিং। নতুন বছরের শুরুতেই শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলে বুঝিয়ে দিলেন 'ক্লাস ইজ পার্মানেন্ট'। ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না বটে, তবে বরোদার ম্যাচের পর তাঁর নামের পাশে একাধিক নজির।

Advertisement

লিটল মাস্টার শচীনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ যেমন ছিল, তেমনই ছিল আরও নজির ভাঙার হাতছানি। সিরিজের প্রথম ওয়ানডে সেসব মাইলস্টোন ধাপে ধাপে পার করলেন। এই নিয়ে ৩০৯টি ওয়ানডে খেললেন কোহলি। অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের হয়ে ৩০৮টি ওয়ানডে খেলেছেন। তবে এশিয়া ১১ ধরে সৌরভ ৩১১টি ম্যাচ খেলেছেন।

এদিন ২৫ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রান পূর্ণ করলেন তিনি। শচীন ৬৪৪ ইনিংস আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মাইলস্টোন পেরিয়েছিলেন। কোহলি লিটল মাস্টারের থেকে ২০ ইনিংস কম খেলে ২৮ হাজারি ক্লাবে পৌঁছলেন। এখানেই শেষ নয়। ৪২ রান করে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গকারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে নজির গড়লেন কোহলি।

সর্বোচ্চ আন্তর্জাতিক রান
শচীন তেণ্ডুলকর: ৩৪,৩৫৭
বিরাট কোহলি: ২৮,০৬৮
কুমার সঙ্গকারা: ২৮,০১৬
রিকি পন্টিং: ২৭,৪৮৩
মাহেলা জয়বর্ধনে: ২৫,৯৫৭

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে'তে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটার কে? উত্তরটা শচীন। কিউয়িদের বিরুদ্ধে ৪১ ইনিংসে ১,৭৫০ রান করেছিলেন তিনি। গড় ৪৬.০৫। এর মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি। রবিবার লিটল মাস্টারের নজির ৯৪ রান করলেই ছাপিয়ে যেতে পারতেন চেজমাস্টার। কিন্তু তিনি আউট হলেন ৯৩ রানে। কিউয়িদের বিপক্ষে ৩৪ ইনিংসে কোহলির এখন ১,৭৫০ রান। অর্থাৎ এক্ষেত্রে শচীনকে স্পর্শ করলেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ভারতীয় ক্রিকেটাররা
শচীন তেণ্ডুলকর: ১,৭৫০ রান
বিরাট কোহলি: ১,৭৫০ রান
বীরেন্দ্র শেহওয়াগ: ১,১৫৭ রান
মহম্মদ আজহারউদ্দিন: ১,১১৮ রান
সৌরভ গঙ্গোপাধ্যায়: ১,০৭৯ রান

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও ২০২৫ সালের ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। এরপর বিজয় হাজারেতে প্রথম ম্যাচে ১৩১ রানের পর গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে ৭৭ রান করে যান বিরাট। একই ফর্ম বজায় থাকল নিউজিল্যান্ডের বিরুদ্ধেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেকর্ড এবং বিরাট কোহলি যেন একে অপরের সমার্থক।
  • দক্ষিণ আফ্রিকা সিরিজের একমাস পর ওয়ানডে'তে নেমেই ফের সুপারহিট কিং।
  • নতুন বছরের শুরুতেই শচীনের জোড়া রেকর্ড ভাঙলেন কোহলি।
Advertisement